Sunday, July 20, 2025

কালীগঞ্জে বেহাল সড়কের কারণে পূজার আনন্দ ম্লানের শঙ্কা  

Date:

Share post:

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার থানার পূর্ব পাশে ৩৮ তম বারের মতো এবার শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ১৪৩০ উদযাপিত হতে চলেছে। সে লক্ষে বেশ জোরেশোরে এই পূজা মন্ডপের কাজ এগিয়ে চলেছে। আর মাত্র কয়েকদিন বাদে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।কিন্তু থানাপাড়া কলেজ পাড়া পূজা মন্ডপের সামনে দিয়ে নিমতলা বাস স্ট্যান্ডের দিকে  যাওয়া ৪শত মিটার রাস্তার বেহাল দশায় শঙ্কিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সনাতন ধর্মাবলম্বী জনগন । রাস্তাটিতে সৃষ্ট খানা খন্দ ও গর্তের কারণে যাতায়াতের পরিবেশ  এতটাই খারাপ হয়েছে যে সাধারণ জনগণের হেঁটে চলাচল করাও দায়। এই রাস্তাটির মাথায় অর্থাৎ মুরগিহাটা ও কাপুড়িয়া পোট্টির ঠিক মাঝ বরাবর থানাপাড়া কলেজ পাড়া পূজা মন্ডপ অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এই পূজা মন্ডপকে ঘিরে সামনের রাস্তা এবং পাশের কাপুড়িয়া পট্টির গলিতে মেলা বসে। রাস্তার বেহাল দশার কারণে পূর্বে যারা পূজার দিনগুলোতে মেলায় দোকান সাজিয়ে কিছুটা বাড়তি আয় রোজগার করতেন তারাও এবছর দোকানের পরসা সাজিয়ে বসতে পারবেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন।  রাস্তার এই বেহাল দশার কারণে এবার পূজা মন্ডপে আগত দর্শনার্থীদের সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন নিয়ে শংকার সৃষ্টি হয়েছে ।এই মন্ডপের  কাছাকাছি সার্বজনীন কালীবাড়ি পূজা মন্ডপ, থানাপাড়া পূজা মন্ডপ, কলেজ রোডের কলেজ পাড়া পূজা মন্ডপ, নলডাঙ্গা রোডের বঙ্গপলি পূজা মন্ডপে অন্যান্য বারের ন্যায় মহা ধুমধামে এবারও শারদীয় দুর্গা উৎসব পালিত হবে। প্রতিটি মন্ডপে আসা ধর্মপ্রাণ নারী-পুরুষের চলাচলের ক্ষেত্রে প্রধান অন্তরায় হলো মুরগি হাটা টু নিমতলা বাস স্ট্যান্ড পর্যন্ত ৪ শত মিটার এই রাস্তা।রাস্তাটির বেহাল দশা নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। বর্ষার দোহাই দিয়ে উদ্যোগ নেয়া হয়নি রাস্তাটি সংস্কারের। পূজা শুরুর পূর্বে বেহাল দশার এই রাস্তাটি তাই সংস্কারের দাবি তুলেছে হিন্দু ধর্মাবলম্বী সাধারণ জনগণসহ সকলে।উল্লেখ্য কালীগঞ্জ উপজেলায় সর্বমোট ৯৯ টি পূজা মন্ডপের মাধ্যমে এ বছর দুর্গোৎসব পালিত হচ্ছে। এরমধ্যে পৌরসভায় ২০ টি পূজা মন্ডপ রয়েছে।
বিকাশ চন্দ্র দাস নামের একজন ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। কয়েকদিন বাদে আমাদের বড় পূজা। এখনো যদি রাস্তাটি সংস্কার করা না হয় তাহলে পূজার মধ্যে বিড়াম্বনা বাড়বে বলেও আমি মনে করি। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই  আপাতত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।
কলেজ পাড়া ও থানাপাড়া পূজা কমিটির সভাপতি নির্মল কুমার শর্মা বলেন,শহরের নিমতলা থেকে থানার সামনে দিয়ে মুরগীহাটা মোড় পর্যন্ত সড়কটি পৌরসভার। এটি মাত্র সাড়ে ৪ শত মিটার। যে সড়ক গত ২ বছর আগে পৌরসভা কর্তৃপক্ষ সংস্কার করে, কিন্তু এখন  ভেঙেচুরে আবার ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।যার প্রভাব আমাদের দুর্গোৎসবে পড়বে। পূর্বেও মেয়র মহোদয়কে বলা হয়েছে এ ব্যাপারে। উনি আমাদের ডেকেছেন। তিনি নিশ্চয়ই পূজার পূর্বেই এই রাস্তাটি সংস্কার করে দেবেন।
কালিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, পূজা শুরুর আগেই রাস্তাটি সংস্কার করা হবে। সংস্কারের সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। বাজারের মূল ব্রিজের কাজ চলমান থাকায় এই সড়কে অধিক চাপের ফলে সড়কটির আজ বেহাল দশা। মেয়র মহোদয় দ্রুততার সাথে রাস্তাটি সংস্কারের নির্দেশনা প্রদান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কামরুল ইসলামকে সভাপতি করে মাগুরা রিপোর্টার্স ইউনিটির ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মোঃ এমদাদ,  মাগুরা প্রতিনিধি: মাগুরা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাগুরা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী...

রংপুরে সিএনজি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১,আহত অর্ধশতাধিক

  আবু শাহান সেলিম মিয়া, রংপুর।। রংপুর নগরীর সিও বাজার এলাকায় একটি সিএনজি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে...

ভারতের কমিউনিস্ট নেতা ও আদিবাসী গ’ণহ’ত্যার প্রতিবা’দে স্মরণ ও প্রতিবা’দ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভারতের কমিউনিস্ট পার্টি(মাওবাদী)'র সাধারণ সম্পাদক মহান মাওবাদী নেতা শহিদ বাসবরাজসহ মাওবাদী ও আদিবাসীদের গণহত্যার প্রতিবাদে স্মরণ ও...

কেন্দ্র ঘোষিত শ্রীপুর উপজেলা বিএনপি’র মৌন মিছিল ও দোয়ার অনুষ্ঠান। মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি•• ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্ট এর ...

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে , কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা শ্রীপুর...