
জাবির আহম্মেদ জিহাদ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুর জেলার ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান এস.এন.জি আদর্শ কলেজে একাদশ শ্রেণীর ২০২৩-২০২৪ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ অক্টোবর) কলেজের বিজ্ঞান,মানবিক এবং ব্যাবসাশিক্ষা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একযোগে এ ক্লাস অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ রহুল আমীনের সঞ্চালনায় বিমানবন্দর থানার সাবেক আওয়ামী সভাপতি শাজাহান আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকের উপস্থিতিতে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নবীণ শিক্ষার্থীদের নিয়ে নবীণ বরণ সম্পন্ন হয়।ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এডহোক কমিটির সদস্য মোঃ ওয়ারেছ আলী, মামুনুর রশিদ মামুন প্রমুখ।
কলেজের অধ্যক্ষ রহুল আমীন তার বক্তব্যে বলেন, আমরা গতানুগতিক শিক্ষার আলো জ্বালিয়ে ব্যতিক্রম পন্থায় এই কলেজকে এগিয়ে নিতে চাই।অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন।সভাপতি শাজাহান আলী মন্ডশ বলেন, আমাদের প্রথম টার্গেট জ্ঞান অর্জন করা এবং তা অব্যাহত রাখা।আমরা এই কলেজকে আরো সমৃদ্ধ করতে চাই।উল্লেখ্য,গত ৭ অক্টোবর একাদশ শ্রেণীর নবীণ শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস বিতরণ করা হয় ।