
আবদুল কাদির জীবন, সিলেট জেলা প্রতিনিধি :
দেশের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস), সিলেট এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করতে যাচ্ছে সপ্তদশ কেমুসাস বইমেলা ২০২৩। এ উপলক্ষে গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর ২০২৩) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কর্তৃক বইমেলা উপকমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
বইমেলা উপকমিটির আহবায়ক অধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত এর সভাপতিত্বে ও সদস্যসচিব প্রিন্স সদরুজ্জামান চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কেমুসাসের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, প্রাচীন সাহিত্য পত্রিকা ‘আল-ইসলাহ’ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কেমুসাস কার্যকরি পরিষদের সদস্য সেলিম আউয়াল, জাহেদুর রহমান চৌধুরী জাহেদুর রহমান চৌধুরী, কামরুল আলম, বইমেলা উপকমিটির সদস্য অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, মাহবুব মুহম্মদ, আব্দুল কাদির জীবন।
আগামী ১লা ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২৩খ্রি. পর্যন্ত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কর্তৃক সপ্তদশ কেমুসাস বইমেলা ২০২৩ সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এবারের বইমেলা কেমুসাসের সাবেক সভাপতি, প্রাক্তন মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পাঠকদের জন্য বইমেলা উন্মুক্ত থাকবে।