Wednesday, September 3, 2025

আগামী দুর্গা পূজা উপলক্ষে এলাকায় শান্তি বজায় রাখতে উস্তি থানার উদ্দোগে থানা কমিটির বৈঠক

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার অধীনস্থ সকল শান্তিপ্রিয় মানুষের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেটি উস্তি থানার অধীনস্থ শান্তি কমিটি। এই বৈঠকে মিলিত হয়ে সকল জনপ্রতিনিধি ও সরকারি অধিকারী এবং আমলা চান আগামী দিনে দুর্গা পূজা যাতে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে তার জন্য সকলের কাছে আবেদন জানান। উস্তি থানার অধীনস্থ বিভিন্ন যায়গায় প্রায় শতাধিক দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। এই দুর্গা পূজা উপলক্ষে এলাকায় শান্তি ও জানজট যাতে বাধার সম্মুখীন না হয় তার জন্য খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে এই এলাকায় হিন্দু ও মুসলিম এবং খৃষ্টান মানুষের বসবাস। সেই সঙ্গে এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গনপরিবহন ব্যাবস্থা রয়েছে সবদিক খেয়াল রাখতে। ইতিমধ্যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দুর্গা পূজা কমিটি কে এককালীন প্রায় ৭০হাজার, টাকা করে দিয়েছে। ভারী বর্ষার কারণে এলাকায় যাতে জানজট সৃষ্টি না হয় তার জন্য প্রতিটি রাস্তায় টহল দেবে পুলিশ ও ভলেন্টিয়ার্স এর সদস্যরা। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা সরকারের সাবেক মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান মোবারক মোল্লা ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর ব্লক উন্নয়ন বোর্ড বি ডি ও জনাব আসিফ ইকবাল সাহেব এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম প্রধান নেতা ও জনস্বাস্থ্য ও কারিগরী শিক্ষা দপ্তরের কর্মকর্তা শ্রী মানবেন্দ্র মন্ডল ও কর্মধক্ষ্যরা এবং বিশিষ্ট শিক্ষাবিদ আবদুর রউফ বৈদ্য । এবং মগরাহাট থানা ও উস্তি থানার সার্কেল অফিসার ইনচার্জ শ্রী বাসুদেব বাগ ও উস্তি থানার অফিসার ইনচার্জ শ্রী পিযুষ মন্ডল ও উস্তি থানার পি সি অফিসার ইনচার্জ মইনুল হক সাহেব অন্যান্য পুলিশ অফিসার। সেই সঙ্গে এই বৈঠকে মিলিত হন পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম নেতা ও পশ্চিম বাংলা তৃনমূল দলের শিক্ষা শেলের সভাপতি মইদুল ইসলাম ও উত্তর কুসুম কুসুম অঞ্চলের প্রধান মমতাজ মাসকিনা বেগম সহ বিভিন্ন অঞ্চলের প্রধান ও উপপ্রধানরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে পরপর দুই হ/ত্যা আশরাফুল হ/ত্যা’র আ”সামি গ্রে/ফতার মিন্টুর খু/নি/রা এখনো ধরা/ছোঁয়া/র বাইরে

এস এম তাজাম্মুল, মণিরামপুরঃ গত মাসের শেষ সপ্তাহে যশোরের মণিরামপুরে আলোচিত পরপর দুইটি হত্যাকাণ্ড ঘটে। পৌরশহরের ভ্যানচালক মিন্টুকে চাইনিজ...

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালবাগ থানা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

নুর-বীন আব্দুর রহমান রাহাত: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালবাগ থানা ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। সোমবার (১...

কালীগঞ্জে রোটারী ক্লাবের উদ্যোগে প্রাথমিকের শিশুদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরন বিতরন

হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে রোটারী ক্লাবের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে সাড়ে ৬’শত টি গাছের চারা ও...

হবিগঞ্জে মাইকে ঘো”ষনা দিয়ে র/ক্ত/ক্ষ/য়ী সং”ঘর্ষে কৃষক নি”হত

তুহিনুর রহমান তালুকদার,  স্টাফ রির্পোটার : হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব ঘোষনা অনুযায়ী  মাইকিং করে ডাকাডাকির পর উভয় পক্ষের ভয়াবহ সংঘর্ষে...