Sunday, August 3, 2025

লক্ষ মানুষের আশির্বাদ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা নিয়ে মগরাহাট পশ্চিম কে উন্নয়ন করতে চলেছে দুই কান্ডারি

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

গত পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম বাংলা র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত নির্বাচনে ৩৩টি, পঞ্চায়েত সমিতি র মধ্যে একা তৃনমূল দল পায় ৩০টি, আসন। এবং বামফ্রন্টের পক্ষে যায় দুই একটি আসন। এবং বি জে পি দল দখল করে দুটি আসন। এর পর মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড দখল রাখতে মরিয়া চেষ্টা করে বর্তমান বিধায়ক ঘনিষ্ঠ তৃনমূল দলের পঞ্চায়েত সমিতি র সদস্যরা। কিন্তু তাদের পরিকল্পনা কে বাস্তবায়নে রূপ দেবার চেষ্টা র আগে তৃনমূল দলের অন্যতম পোড় খাওয়া নেতা এবং সাবেক মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সহসভাপতি শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা র নেতৃত্ব শুরু ব্লক উন্নয়ন বোর্ড দখল করার খেলা। এই খেলায় জয় পায় মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সাবেক সহসভাপতি শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি এবং তৃনমূল দলের অন্যতম জননেতা শওকত মোল্লা এবং তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী র ঘনিষ্ঠ এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম অবজারভার পশ্চিম বাংলা র শিক্ষক নেতা মইদুল ইসলাম ঘনিষ্ঠ ইমরান হাসান মোল্লা। তাদের চেষ্টা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম প্রধান নেতা ও সাবেক মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন এবং তার ঘনিষ্ঠদের নিয়ে বোর্ড গঠন করেন। সেখানে দেখা যায় মগরাহাট পশ্চিমের বর্তমান বিধায়ক ঘনিষ্ঠদের {৩৩-৩) ভোটের মাধ্যমে হারিয়ে জয়ী হয় মানবেন্দ্র মন্ডল ও ইমরান হাসান মোল্লা র ঘনিষ্ঠরা। এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নির্বাচিত হন শ্রী সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন হাজী মোবারক মোল্লা। পরবর্তীতে মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর বিভিন্ন দপ্তর নিয়ে ফের ভোটাভুটিতে জয়ী হয় বিধায়ক বিরোধীরা। সেখানে মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত ও সড়ক পরিবহন ব্যবস্থার দায়িত্ব পান মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের মাইনরিটি দলের চেয়ারম্যান ও লড়াকু নেতা তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের দায়িত্ব পান মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম প্রধান নেতা ও লড়াকু তৃনমূল দলের নেতা মানবেন্দ্র মন্ডল। সেই সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক ও ক্রিয়া দপ্তর পান সাগিরা শবনম এবং কৃষি ও সেচ প্রকল্প দপ্তর পান আনজুয়ারা বেগম ও মৎস্য ও পশুপালন দপ্তর পান ওয়াশিম হালদার এবং নারী ও শিশুকল্যাণ দপ্তর পান পারভীন সুলতানা এবং বিদুৎ পান এবং খাদ্য পান মানবেন্দ্র মন্ডল ও ইমরান হাসান মোল্লা র ঘনিষ্ঠরা। এর পর বর্তমান মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুইজন মিলে নতুন করে লক্ষ লক্ষ মানুষের জন্য উন্মুক্ত উন্নয়নের দ্বার খুলে দিতে চলেছে। এবং আগামী দিনে মগরাহাট পশ্চিমের বিভিন্ন যায়গায় পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন চলেছে তার বাস্তবায়নে রূপ রূপ দিতে বদ্ধপরিকর হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে সাবেক নেতার মৃত্যুতে উপজেলা বিএনপির শোক

মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির একজন সক্রিয় কর্মী মোঃ নজরুল ইসলামের দাফন...

সখিনার -সাহায্যে এগিয়ে এলেন উপজেলা নির্বাহী অফিসার

রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ১৮ বছর আগে স্বামী হারা সখিনা বেওয়ার জীবন যেন...

জলাবদ্ধতার নিরসন চেয়ে নির্বাহী কর্মকর্তা বরাবর খোলা চিঠি

মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বরাবর জলাবদ্ধতার স্থায়ী সমাধান চেয়ে সোস্যাল মিডিয়া ফেইসবুকে নদী(No Di)...

দুর্গাপুরে প্র’তিবন্ধী নারীকে ধ’র্ষণ ওসির সা’হসী ভূমিকায় গ্রে’প্তার ১

মুন্না ইসলাম আগুন (দূর্গাপুর) রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে আম বাগানে লাকড়ি সংগ্রহে গিয়ে জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছেন এক প্রতিবন্ধী...