Tuesday, July 29, 2025

দিরাই পৌরসভার আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

Date:

Share post:

মিতালী রানী দাস,সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান:

১১ সেপ্টেম্বর ২০২৩ খ্রী. তারিখে সুনামগঞ্জের দিরাই পৌরসভার আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এফআইভিডিবি—আরইসিসি প্রকল্পের সহযোগিতায় দিরাই পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ দুর্যোগ ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন এফআইভিডিবি—আরইসিসি প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট—কমুনিকেশন এন্ড এ্যাডভোকেসী এবং ফিল্ড অফিসার। এফআইভিডিবি—আরআইসিসি প্রকল্পের পক্ষ থেকে গ্রাম পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক দুর্যোগ সম্পর্কিত সমস্যা চিহ্নিতকরণসহ ওয়ার্ডসভা ও বাজেট সভায় দুর্যোগ মোকাবেলায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরার প্রস্তাবনাসমূহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। কর্মশালায় জানানো হয় যে এফআইভিডিবি—আরইসিসি প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ গ্রামীণ জনগোষ্ঠির কৃষি, খাদ্য সুরক্ষা এবং জীবিকার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলিতে সহনশীলতা বৃদ্ধি করা। এ উদ্দেশ্য বাস্তবায়নে প্রকল্পটি বেশ কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার মধ্যে রয়েছে ক্লাইমেট ফিল্ড স্কুল পরিচালনা করা, জলবায়ু নির্ভরশীল কৃষি প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা, গ্রামভিত্তিক জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এ্যাকশন প্ল্যান প্রণয়ন করা এবং এ্যাকশন প্ল্যানের উপর ভিত্তি করে উদ্ভাবনী কর্মসূচী বাস্তবায়ন করা। জলবায়ুনির্ভরশীল কৃষি প্রযুক্তি প্রদর্শনী স্থাপন ও ওয়ান স্টপ “কৃষি পরিষেবা কেন্দ্র” স্থাপন করে কৃষকদের দুর্যোগ ও জলবায়ু সংক্রান্ত তথ্য জানানোর কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে কর্মএলাকায় গ্রামভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে যারা তাদের গ্রাম পর্যায়ের ঝুঁকিসমূহ শনাক্ত করে ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড সভায় উপস্থাপন করা হয়েছে। উপস্থিত সদস্যরা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকান্ডসহ প্রকল্পের অন্যান্য কার্যক্রম বিষয়ে প্রশ্ন করেন এবং প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট তাদের প্রশ্নের উত্তর দেন। এ ধরনের কর্মশালার উদ্যোগ দুর্যোগপ্রবণ হাওর এলাকার জনগোষ্ঠীর জন্য উপজেলা প্রশাসনসহ স্থানীয় সরকার কাঠামোতে সচেতনতামূলক ইতিবাচক প্রভাব ফেলবে বলে সকলে আশা করেন। পরিশেষে কর্মশালায় সহযোগিতার জন্য এফআইভিডিবিকে ধন্যবাদ জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

পাটগ্রামে রক্ত কণিকার উদ্যোগে ১২০০ মিটার ড্রেন পরিস্কার 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ  পানি নিস্কাশনের সমস্যা সমাধানে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ এলাকায় রক্ত কণিকা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন...

অভয়নগরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ২৮শে জুলাই) সকাল থেকে...

মনিরামপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে এসএসসি ও সম্মাননা পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই...

নজিরেরহাটে দোকানে আগুন, পুড়ে ছাই নগদ টাকাসহ মালামাল

মো: আবু শাহান সেলিম মিয়া, রংপুর ব্যুরো। রংপুর মহানগরীর ১২ নং ওয়ার্ড নজিরেরহাট বাজারে জননী মার্কেটে একটি দোকান আগুন...