Monday, August 18, 2025

গাজীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

Date:

Share post:

আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধি:

শুক্রবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে এবং উজান সংস্থার শিক্ষক, সুপারভাইজার ও কর্মকর্তাদের সহযোগিতায় পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষ্যে শহরে র‌্যালী অনুষ্ঠানের পর ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মামুনুল করিমের সভাপতিত্বে ও জেলা প্রোগ্রাম অফিসার সাইফুর রহমানের সঞ্চালনায় সাক্ষরতা দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মদ হাসিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির, সহকারী কমিশনার শিক্ষা ও কল্যান সায়্যেদা খানম লিজা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী, সহকারি কমিশনার (শিক্ষা) সায়েদা খানম লিজা, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ এম.এ বারী ও অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন- জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক মোঃ আলী আকবর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওওএসসি, উজান, গাজীপুর এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ জিল্লুর রহমান, মোঃ মাহবুবুর রহমান ডেপুটি ম্যানেজার মনিটরিং, আরবান প্রোগ্রাম ম্যানেজার- মোঃ বাবুল হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ হাবিবুর রহমান, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রোগ্রাম সুপারভাইজার ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। ইউনেসকো কর্তৃক নির্ধারিত ২০২৩ সালের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল প্রতিপাদ্য ছিলো- পরিবর্তনশীল বিশ্বের জন্য সাক্ষরতার প্রচার: টেকসই একটি শান্তিপূর্ণ সমাজের ভিত্তি তৈরি করা। এ থিমের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের জন্য এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

‎মণিরামপুরে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ অভয়আশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ গড়ি! ‎জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ ইং উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা,৩ জন মৎস...

যশোরে কুয়াদায় জমির লিজের টাকা আ’ত্মসা’ত খু/নের হু/মকি/র থানায় অ/ভি/যো/গ

মোঃ ওয়াজেদ আলী ,স্টাফ রিপোর্টার: যশোর কোতয়ালী থানার কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামে জমির লিজের টাকা আত্মসাত ও খুনের হুমকির অভিযোগ...

নড়াইলে ট্রা’কচা/পায় ফাতেমা বেগম নামে এক গৃহবধূর মৃ’ত্যু

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইল ঢাকা মহাসড়কের লোহাগড়া উপজেলা এলাকায় ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৬) নামে এক গৃহবধূ নিহত...

প্যান্টের পকেটে মি’ললো স্ব’র্ণেরবার আ’টক-২

সোহেল রানাঃ যশোরের হামিদপুর বাস স্ট্যান্ড এলাকা হতে ৮৩১ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বারসহ ২স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার...