Saturday, July 26, 2025

খুলনা-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী শেখ আকরাম হোসেনের ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ  সন্মেলন 

Date:

Share post:

এস,কে বাপ্পি খুলনা ব্যুরো:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শেখ
আকরাম হোসেনের ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সন্মেলন। গতকাল শুক্রবার বিকেলে
প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সন্মেলনে তিনি তার নির্বাচনী প্রস্তুতি ও কর্মকান্ড তুলে ধরেন।
সন্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫
(ডুমুরিয়া-ফুলতলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। বিগত নির্বাচনেও আমি মনোনয়ন চেয়েছিলাম। সেই থেকে আমি এই জনপদে গণ মানুষের সঙ্গে আছি। এরই মধ্যে আমারই নামকরণ করে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। ১৫ আগষ্ট ও জাতীয় শোকের মাসে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিনীর উদ্দেশ্যে ৫শতাধিক অসহায় ও গরীব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম চলমান আছে। একই সাথে ডুমুরিয়া-ফুলতলার দু’শতাধিক মসজিদ ও মন্দির উন্নয়নে আর্থিক অনুদান প্রদান কাজ চলছে। এছাড়া এই প্রতিষ্টানের পক্ষ থেকে নানামুখী উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হবে। তারমধ্যে ডুমুরিয়া-ফুলতলা উপজেলায় দু’টি বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ, প্রতিটি ইউনিয়নে গরীব ও অসহায় মানুষের মাঝে টিসিবি’র ন্যায় চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদান করা হবে। সন্মেলনের শেষ পর্যায়ে তিনি তার ইমেজ তুলে ধরে বলেন- আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ৭১ সালে আমার বাবাসহ আমাদের পরিবারের চারজন শহীদ হন। চাচা মরহুম শেখ সিরাজ উদ্দিন বঙ্গবন্ধু’র সহচর ছিলেন। যার
সুবাদে তিনি ফুলাতলা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আটরা ইউনিয়নের চার চার বার চেয়ারম্যান ছিলেন। আমার ছোট ভাই শেখ মনিরুল ইসলাম বর্তমানে ওই ইউনিয়নের চেয়ারম্যান। ব্যক্তিগত ভাবে কলেজ ছাত্রলীগের সুত্র ধরেই আমার রাজনীতি শুরু। এছাড়া জেলা ও
উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পদে নেতৃত্বে দিয়েছি এবং বর্তমানে আমি ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। এরই মধ্যে আমি দু’উপজেলায় ব্যাপক গণ সংযোগ অব্যাহত রেখেছি এবং সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। এছাড়া আমার সরকারের নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হচ্ছে। আশা করি, আমি নমিনেশন পেলে এবং বিজয়ী হলে এই জনপদে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সংবাদ সন্মেলনে তার সঙ্গে ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান কেএম জিয়া হাসান তুহিন, দামোদইউপি চেয়ারম্যান শরীফ মহাম্মদ ভাঁইয়া
শিপলু, রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন, ফুলতলা উপজেলা আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাবলু, ফুলতলা বঙ্গবন্ধু সৈনিক লীগের খুরশিদ মোড়ল, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের শেখ রবিউল ইসলাম ও আছফর হোসেন জোয়াদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক এম এম হুমায়ুন কবির, মাসুদ রানা নান্টু,
ভান্ডারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আকরাম হোসেন, খর্ণিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নারায়ণ মল্লিক, ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ফুলতলা উপজেলা যুবলীগ নেতা ইনামুল মোল্ল্যা, জাকির হোসেন মিলকান, সেচ্ছাসেবক লীগের সোহাগ খান, যুবলীগের ডালিম শাহ, ছাত্রলীগের রাসেল সরদার, এলাহি সরদার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যেগে র’ক্তদান কর্মসূচি মগরাহাট থানাতে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট থানার উদ্যোগে একটি রক্তদান কর্মসূচি পালন...

যশোরে রামনগর ইউনিয়ন পরিষদে স্ব’ল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ

ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যের কার্ডধারীদের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্যসামগ্রী...

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার শহরের বহু এলাকা

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল দিল্লীর মৌসম ভবন থেকে আগাম সতর্কতা জারি হিসেবে বলা হয়েছিল যে আগামী...

ট্রেনিং বিমান দু’র্ঘটনায় নি’হতদের স্ম’রণে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল

শরিফুল খান প্লাবন: শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সম্প্রতি রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত...