Tuesday, September 9, 2025

দুরগোনন্দ ও আবর্জনায় বুজে যেতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঐতিহাসিক বুড়ির খাল প্রশাসন নির্বিকার

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উস্হি হতে কলকাতা পযন্ত যাতায়াতের একসময়ের ঐতিহাসিক বুড়ির খাল বুজতে চলেছে। এই খাল দিয়ে একসময় নৌকা ও বোর্ড করে বহু দূরদূরান্ত থেকে সাধারণ মানুষ ব্রিটিশ আমালের উস্হি র হাটে বাজারে ক্রয়বিক্রয় করতে আসতেন। এই খাল ছিল গ্রামবাসীদের একমাত্র পথ। ডায়মন্ডহারবার মহাকুমার অন্তর্ভুক্ত শিঙ বেড়ে লক্ষীপুর এবং লক্ষীকান্তপুর এবং মগরাহাট পূর্বে র মানুষের ব্যাবসার রাস্তা ছিল এই খালপথ। এমনকি মগরাহাট পশ্চিমের রাজারহাট ও বিষ্ণুপুর থেকে চাল ও ডাল এবং ধান শাক সবজি এই খাল পথে আসত। কিন্তু কালের বিবর্তনে আজ ভাগীরথীর সাথে যুক্ত এই ঐতিহাসিক খাল আজ বুজতে চলেছে চোখের সামনে। নির্বিকার স্হানীয় প্রশাসন। কারণ হিসেবে দেখা যাচ্ছে যে উস্তির হাটে র আবর্জনা ও খাল পাড়ে অবস্থিত কিছু মুরগির মাংস দোকানের মলমূত্র এবং আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছে খাল পাড়ে। সেই সঙ্গে চা ও সবজির আবর্জনা পরিষ্কার না করে ফেলতে থাকছে এই বুড়িগঙ্গার খালে। এর ফলে পরিবেশ নস্ট হয়ে যাচ্ছে এবং জল দুষিত হয়ে যাচ্ছে। এই খালের উপর নির্ভর করে বহু মানুষের জীবিকা নির্বাহ। এবং এই খালের জলে চলে সেচ। কৃষি নির্ভর স্হানীয় মানুষের অভিযোগ এই ভাবে যদি ঐতিহাসিক বুড়ির খাল বুজতে থাকে তাহলে কৃষি র সাথে যুক্ত মগরাহাট পশ্চিমের কয়েক লক্ষ কৃষিজীবী মানুষের পেঠে মারা পড়বে। এবং পরিবেশ দুষনের প্রভাব ফেলবে কয়েক লক্ষ মানুষের উপর। সেই সঙ্গে সপ্তাহে দুই বার উস্তির হাটে বাজারে আসা মানুষের জন্য ঝুঁকি হয়ে পড়বে। শুধু তাই নয় এই খালের কাছে অবস্থিত ঐতিহাসিক উস্তির কে সি পি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও উস্তির ব্লক উন্নত বোর্ড, এবং কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ এবং উস্তি থানা এবং পশ্চিম বাংলা সরকারের বিভিন্ন দফতর অবস্থিত এই খালের পাশে। এই খালের সাথে যুক্ত করা হয়েছে ভাগীরথী নদীর । তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান শ্রী সব্যসাচী গায়েন বিষয়টি নিশ্চিত হয়ে ব্যাবস্থা নেবার জন্য প্রাশাসনিক মহলে হস্তক্ষেপ করবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা বলেন যে যারা উস্তির হাটে বুড়ির খাল বুজতে চাইছেন এবং পরিবেশ নস্ট করতে চাইছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। সেই সাথে এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে উস্তি গ্রাম পঞ্চায়েতের পক্ষ হতে এমন কথা বলেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সড়ক পরিবহন ও পি ডব্ল ডি বিভাগের প্রধান ও তৃনমূল দলের মাইনরিটি র চেয়ারম্যান তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু মোল্লা। এই ঘটনার খোঁজ নেবেন বলে জানিয়েছেন উস্তি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আইনজীবী ও তৃনমূল দলের নেতা মিকাইল মোল্লা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বণার্ঢ্য আয়োজনে খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হলাপ্রুসাই মারমা: খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর সূচনা করা হয়।পরে বেলা দুপুর ১২ টায় চেঙ্গী স্কয়ার...

শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়নে ভিডব্লিউবি এর চাউল বিতরণ

মোঃ এমদাদ,  মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার ৫ নং দারিয়াপুর ইউনিয়ন পরিষদে হত-দরিদ্রদের জন্য সরকারি বরাদ্দকৃত দুই বছর মেয়াদে...

ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে বড়সড় অ”ভিযান চালিয়ে খোকা ইলিশ ধ’রা পড়েছে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী বিশপ...

গোদাগাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী: ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের অন্তর্গত নোন্দাপুর মহালেন নামক এলাকায়...