Wednesday, October 15, 2025

বালিয়াডাঙ্গী কোচিং শিক্ষক সমিতির আত্মপ্রকাশ

Date:

Share post:

মোহাম্মদ মিলন আকতার,ঠাকুরগাঁও স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে বালিয়াডাঙ্গী কোচিং শিক্ষক সমিতি নামে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে । গতকাল ৩০শে আগস্ট বালিয়াডাঙ্গীর একটি হোটেল -এ এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষকদের সমন্বয়ে ৫১ সদস্য বিশিষ্ট সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে । দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পরে এক বছর মেয়াদে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় । কোচিং পরিচালক, শিক্ষকদের ন্যায্য অধিকার ও বালিয়াডাঙ্গীতে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয় । কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এম. ওমর হাসনাত (হাসনাত সাইন্স প্রোগ্রাম), সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন মোঃ জুয়েল রানা (নাজির উদ্দিন মডেল কোচিং সেন্টার, ডাঙ্গী বাজার ), মোঃ ওসমান আলী( কমার্স কোচিং সেন্টার ), মোঃ আসাদুজ্জামান আসাদ( নিউ প্রতিভা কোচিং সেন্টার ),সাধারণ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হন মোঃ রেজাউল ইসলাম (স্টার কোচিং সেন্টার ), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হন মোঃ আকতার আলী মিলন (প্রত্যাশা কোচিং সেন্টার, কালমেঘ ),এস এইচ শুভ আহম্মেদ (আইসিটি টিচিং মেথড ), সঞ্জিব কুমার বর্মন ( অনির্বাণ শিক্ষা নিকেতন )। সাংগঠনিক সম্পাদক পদে নিযুক্ত হন মোঃ পয়গাম আলী (সাইন্স ল্যাব )। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত হন আবদুস সালাম ফিরোজ (আইসিটি পার্ক কোচিং সেন্টার ) সহ -সাংগঠনিক সম্পাদক , খাজা আল ওমর ( সাইন্স ল্যাব) দপ্তর ও প্রচার সম্পাদক , মোঃ রুবেল রানা (কমার্স কোচিং সেন্টার ) সহ -দপ্তর ও প্রচার সম্পাদক,মোঃ আমানুল্লাহ (কমার্স কোচিং সেন্টার) অর্থ সম্পাদক, মোঃ আব্দুস সালাম মাহি (দি ম্যাগনেট কোচিং সেন্টার ) অর্থ সম্পাদক, মোঃ বাবুল ইসলাম (হাসনাত সাইন্স প্রোগ্রাম ) অর্থ সম্পাদক । মোঃ রুবেল আলম (এম্বিশন কোচিং সেন্টার, কালমেঘ ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক , মোঃ আবু তালেব ( হাসনাত সাইন্স প্রোগ্রাম ) সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক , মোঃ মহসিন আলী (কমার্স কোচিং সেন্টার) সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক । খাজা (সাইন্স ল্যাব ) সমাজসেবা বিষয়ক সম্পাদক , জ্যোর্তিময় রায় (দি ম্যাগনেট ) সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক , ডালিম মালাকার (গুডলাক এডুকেয়ার )সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক । মোঃ গোলাম ফারুক (হাসানাত সাইন্স প্রোগ্রাম) ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ,মোঃ কামরুজ্জামান কামাল (সাইন্স ল্যাব) সহ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক , মোঃ মানিক (নিউ প্রতিভা কোচিং সেন্টার ) সহ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক। মোছাঃ বুলবুলি আক্তার (কমার্স কোচিং সেন্টার) মহিলা বিষয়ক সম্পাদক , মোছাঃ ফেরদৌসী আক্তার (হাসনাত সাইন্স প্রোগ্রাম) সহ মহিলা বিষয়ক সম্পাদক । মোঃ ওসমান আলী( কমার্স কোচিং সেন্টার) ধর্ম বিষয়ক সম্পাদক , মোঃ মকবুল হোসেন (গুডলাক এডুকেয়ার) সহধর্ম বিষয়ক সম্পাদক ।মোঃ মকবুল হোসেন তুফানি (স্টার কোচিং সেন্টার) অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক, মোঃ বিপ্লব আলী (এম্বিশন প্লাস কোচিং সেন্টার ) সহ অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক , মোঃ আবু রায়হান (কমার্স কোচিং সেন্টার ) সহ অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক । অবশিষ্ট সকল শিক্ষকদের সদস্য করে পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করা হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে মি”থ্যা চু”রি মা/ম/লা দিয়ে ফাঁ/সা/নোর প্র/তিবাদে মানব”বন্ধন ও বি”ক্ষোভ মি’ছিল

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে চুরি মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন...

গোদাগাড়ী বাসীর অঙ্গিকার পানির ন্যায্য অধিকার হযরত আলী

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী: পানি নিয়ে বৈষম্য গোদাগাড়ীর মাটিতে মেনে নেওয়া হবে না। গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের...

বগুড়ার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩টি ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন

রিপন বগুড়া প্রতিনিধির ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির ১,২,৩ নং ওয়ার্ড সেন্টার...

মোংলায়  এক যুবককে কাঠের লা”ঠি দিয়ে পি”টিয়ে জ”খ’ম হ*ত্যা

আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি: সোমবার ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মোংলা ইপিজেড গার্মেন্টসে যাচ্ছিলেন মহিদুল শেখ। সকাল সোয়া ৭টার...