
সোহেল রানাঃ
যশোরের শার্শায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহিদ হাসান বর্ষা (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাশিপুর-শার্শা সড়কের তেবাড়িয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় নাহিদ হোসেন (১৭) নামে একজন আহত হয়েছে। নিহত কলেজ ছাত্র শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বেলতা সর্দার পাড়া গ্রামের গোলাম রাব্বানির ছেলে ও পাকশিয়া ডিগ্রী কলেজের (বিএম) শাখার ভোকেশনাল একাদশ শ্রেণির ছাত্র।নিহতদের মামা আতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে পরিক্ষা দেয়ার জন্য বাসা থেকে ফজিলাতুননেতা সরকারি কলেজের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিমধ্যে কাশিপুর-শার্শা সড়কের তেবাড়িয়া নামকস্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহেগনি গাছের সাথে ধাক্কা লাগে। ওই সময় মাহিদ ও নাহিদ গুরুতর আহত হন।পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক মাহিদকে মৃত ঘোষণা করে। অপরদিকে গুরুতর আহত নাহিদের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে কলেজ ছাত্র মাহিদের অকাল মৃত্যুতে নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি এসএম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।