Friday, November 7, 2025

বিএনপি পাকিস্তানি কায়দায় দেশকে পরিচালনা করতে চেয়েছিল-মেহের আফরোজ চুমকি এমপি

Date:

Share post:

আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধিঃ

বিএনপি বঙ্গবন্ধুকে শুধু হত্যা করেনি, তারা জাতীয় চার নেতাকেও হত্যা করেছে। তারপর থেকে শুরু হয় হত্যার রাজনীতি ও স্বরযন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এ হত্যার রাজনীতির অংশ হিসাবে জিয়াউর রহমানকেও জীবন দিতে হলো। এদেশের মাটিতে বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়েছে তার কণ্যা। দেশের মাটিতে জিয়াউর রহমানের বিচার চায়নি তার স্ত্রী ও সন্তানরা এটাই আমাদের প্রশ্ন। দীর্ঘদিন যাবৎ যারা ক্ষমতায় ছিল তারা স্বাধীনতা চায়নি। তারা ধ্বংস করে দিয়েছে আমাদের নতুন প্রজন্মকেও। নতুন প্রজন্মরা ভুলেই গিয়েছিল স্বাধীনতার ইতিহাস। বুধবার সন্ধ্যায় জাঙ্গালীয়া ফাজিল মাদ্রাসা মাঠে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাঙ্গালীয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী সারওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশরাফি মেহেদী হাসান, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মবিন খান উজ্জ্বল, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আক্তার, কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলী আকবর মিয়া, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, জাঙ্গালীয়া ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি ফাতেমা বেগম শিল্পী প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরিকুল ইসলাম ছিলেন আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেতা- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী...

চির”নিদ্রায় শা’য়িত হলেন শ্রীপুরের হারেজ আলী মোল্লা জানা’যায় মানুষের ঢল 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের সন্তান , আইন ও বিচার বিভাগের সচিব মোঃ লিয়াকত আলী...

কঠোর নিরাপত্তার মধ্য চলেছে বিহারের প্রথম দফায় ভোট

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকাল থেকে শুরু হয়েছে ভারতের বিহার রাজ্যের প্রথম দফায় ভোট পর্ব। এদিন...

মণিরামপুরে অবৈ’ধযানে কে’ড়ে নি’লো ২টি তা’জা প্রা”ন এলাকায় শো”কের ছা”য়া

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকার রনজিত দাস যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী...