
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা উপজেলার চাঁদখালী  ইউনিয়নের নারী ইউপি সদস্য এস্নোয়ারা খাতুনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এনে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার ৯ নং চাঁদখালী ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য এস্নোয়ারা খাতুন চাঁদখালী ইউনিয়ন পরিষদে টিসিবি পন্য বিক্রয়ের সময় উপস্থিত হয়ে  লাইনে দাঁড়িয়ে থাকা ব্যাক্তিদের উপেক্ষা করে তার নিজস্ব লোকদের টিসিবির পণ্য ক্রয় করে দেন।ট্যাগ অফিসার ও ডিলার তার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও ক্ষমতা অপব্যবহার এবং এস্নোয়ারা খাতুনের দাপটে তারা অসহায় হয়ে পড়ে।গত ১৯আগস্ট(শনিবার)উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ডের টিসিবি কার্ডধারীদের মাঝে পন্য বিতরন করা হয়।ঐদিন টিসিবি পন্য নিতে এসে সকাল থেকে লাইনে দাড়িয়ে অপেক্ষায় থাকা কার্ডধারীদের উপর প্রভাব খাটিয়ে নিয়ম ভঙ্গ করে নিজস্ব লোকদের কাছে টিসিবি পন্য বিতরন করেন ৭,৮,৯নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য(সংরক্ষিত) এস্নোয়ারা বেগম। দুপুরে পল্লী চিকিৎসক শাহীন আলম এসে এস্নোয়ারা খাতুনের দাপট দেখে লাইনে দাঁড়িয়ে থাকা ব্যাক্তিদের পক্ষে কথা বললে তাকে চেয়ার ছুড়ে মারে এবং ভুক্ত ভোগীদের মারতে উদ্যত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে টিসিবির পণ্যের কার্ড কেটে দেয়ার হুমকি দেয়। বিষয়টি নিয়ে ট্যাগ অফিসার ও ডিলার বিরক্ত বোধ করেন।২৪/৮/২৩ বৃহস্পতিবার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন বলে ফাতেমা সহ ভুক্তভোগিরা। অভিযোগের বিষয়ে নারী ইউপি সদস্য (সংরক্ষিত) এস্নোয়ারা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন,অভিযোগ দিছে? দিছে!! তো ঠিক আছে সাক্ষাতে কথা হবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর নিকট জানতে চাইলে তিনি জানান,অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।



