Monday, July 14, 2025

পাইকগাছায় একসনা ডিসিআর প্রদান বন্ধ, সরকারের কোটি টাকার ক্ষতি

Date:

Share post:

উজ্জ্বল কুমার দাস,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:

পাইকগাছায় দীর্ঘ দশ বছর যাবৎ নদ-নদীর চরভরাটি খাস জমি স্থানীয় ভূমিহীনদের মাঝে একসনা ডিসিআর প্রদান বন্ধ থাকায় বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার । পাশাপাশি বেদখল হয়ে যাচ্ছে নদ-নদীর চরভরাটি খাসজমি। এই সুযোগে স্থানীয় ভূমিদস্যুরা এ সকল চরভরাটি সরকারি খাস জমি দখল করে গড়ে তুলছে অবৈধ নানা স্থাপনা । আবার এসব নদ-নদীর চর দখল করে বেচাকেনার যেমন অভিযোগ রয়েছে তেমনি দখল পাল্টা-দখলকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে অহরহ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই উপজেলায় সর্বশেষ ২০১২-১৩ অর্থবছরে ভূমিহীনদের মাঝে খাস জমি একসনা বন্দোবস্ত প্রদান করা হয়েছিল। এরপর থেকে অদ্যাবধি সরকারিভাবে একসনা বন্দোবস্ত প্রদান বন্ধ রয়েছে। ১২-১৩ অর্থবছরে প্রায় দুই হাজার একর নদ-নদীর চরভরাটি বাস জমি একসনা বন্দোবস্ত প্রদানের মাধ্যমে প্রায় ২৫ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছিল। বর্তমানে এ উপজেলায় নদ-নদীর চরভরাটি জমির পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রায় পাঁচ থেকে সাত হাজার একরে দাঁড়িয়েছে । সে হিসাবে বাৎসরিক রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়ায় কমপক্ষে ৮০ লাখ টাকা। সব মিলিয়ে বিগত দশ বছরে যার পরিমাণ দাঁড়ায় অন্তত ৫ থেকে ৭ কোটি টাকা। এ বিপুল পরিমাণ রাজস্ব থেকে সরকার বঞ্চিত হয়েছে শুধুমাত্র একসনা বন্দোবস্ত প্রদান বন্ধ থাকার কারণে।

সূত্রটি আরও জানায়, এই উপজেলায় বিভিন্ন মৎস্য ঘেরের মধ্যে সরকারি খাস জমি রয়েছে প্রায় ২০০০ একর অর্থাৎ ৬০০০ বিঘা জমি। যার বাৎসরিক রাজস্ব আদায় হ‌ওয়ার কথা প্রায় ২৫ লাখ টাকা। একসনা বন্দোবস্ত প্রদান চালু না থাকায় এলাকার প্রভাবশালী ঘের মালিকরা অবৈধভাবে এসব নদ-নদীর চরভরাটি খাস জমি ভোগদখল দেওয়া করে আসছে ফ্রি-স্টাইলে । স্থানীয়রা জানিয়েছেন, একসনা বন্দোবস্ত প্রদান সরকারিভাবে পাইকগাছায় বন্ধ থাকলেও নদ-নদীর চরভরাটি জমি খালি পড়ে নেই। সেখানে কেউ না কেউ দখল করে ধান-মাছ চাষ করছেন, আবার অনেকে কাঁচা-পাকা বিভিন্ন স্থাপনাও গড়ে তুলছেন । এ ব্যাপারে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে তাদেরকে উচ্ছেদ করতেও অনেক বেগ পোহাতে হবে সরকারকে। স্থানীয় ভূমিহীন কৃষকদের মাঝে এ সকল খাস জমি একসনা বন্দোবস্ত প্রদান করা হলে সরকার যেমন প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে তেমনি বাস্তুহারা ভূমিহীন কৃষক পরিবারের মাঝেও সচ্ছলতা ফিরে আসবে । এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে কর্মরত বেসরকারি পর্যায়ের প্রাণী চিকিৎসকদের সংগঠন ‘প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অফ যশোর’-এর নতুন কমিটি গঠিত হয়েছে।...

কালীগঞ্জে জুলাই শহীদের স্মরণে বিএনপি নেতা হামিদের বৃক্ষরোপণ কর্মসূচি 

হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ  প্রতিনিধি:   জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা  ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি'র...

বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় যুবক খু/ন যশোরে কু/পিয়ে হ/ত্যা

রাইসুল  ইসলাম | যশোর: যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক...

কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বিক্রম সাগর, রুপদিয়া প্রতিনিধি: যশোর সদর উপজেলার ১৩ নম্বর কচুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণের শুভ...