Monday, September 8, 2025

ঢাকার সব প্রবেশপথে শনিবার অবস্থান কর্মসূচির ঘোষণা বিএনপির

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ

ঢাকার সকল প্রবেশ পথে আগামীকাল শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আজ শুক্রবার সমাবেশ থেকে দলটি এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল সমাবেশে সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘দেশের মঙ্গল চাইলে দ্রুত পদত্যাগ করুন, গ্রেপ্তার নির্যাতন করে আন্দোলন থামানো যাবে না। আমরা শুধু একা নয়, আন্তর্জাতিক বিশ্বও দেশে সুষ্ঠু নির্বাচন চায়। সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।’

যেসব রাজনৈতিক দল বিএনপির চলমান আন্দোলনে শরিক হবে, ক্ষমতায় আসলে তাদের নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলেও জানান মির্জা ফখরুল।

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিকেল ২টায় মহাসমাবেশ শুরু করে বিএনপি। সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের এক দফা দাবিতে তাদের এ কর্মসূচি। সমাবেশ থেকে আপাতত আগামীকাল শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।

শুক্রবার দুপুর ২টার পর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে মহাসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানী ও দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হন। দুপুরে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীদের সমাবেশস্থলে ভিড় করতে দেখা গেছে।

নানা নাটকীঁয়তার পর দলটি শেষ পর্যন্ত নিজেদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি পায়। যদিও গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করতে ডিএমপির কাছে অনুমতি চেয়েছিল দলটি। একই দিন রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় শান্তি সমাবেশ করার অনুমতি চেয়েছিল আওয়ামী লীগের সহযোগী দুই সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ।

তবে জনদুর্ভোগ বিবেচনায় বৃহস্পতিবার সমাবেশ করতে কোনো পক্ষকেই অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ অবস্থায় বুধবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসে মহাসমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার আয়োজনের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

শুক্রবার ছুটির দিন হওয়ায় আর আপত্তি করেনি ডিএমপি। ২৩ শর্তে বিএনপিকে নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়।

বিএনপি আগেই ঘোষণা দিয়েছিল, শুক্রবারের মহাসমাবেশে বড় ধরনের গণজমায়েত হবে। বিএনপি নেতারা জানান, মহাসমাবেশ থেকে এক দফা আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সি,কে বিশ্বাস নিউজবিডিজার্নালিস্ট২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

মণিরামপুর প্রতিনিধিঃ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদ ই...

টাকার অভাবে অ”পারেশন করাতে পারছেন না কুয়াদার অসিম রায় বাবার আ”কুতি সা”হায্য করুন

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা ভোজগাতী ইউনিয়নের জামজামি গ্রামের সুনীল রায়ের একমাত্র ছেলে অসিম রায়...

মণিরামপুরে কৃতি শিক্ষার্থীদের আলোছায়া’র সংবর্ধনা প্রদান

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ এসএসসি/দাখিল ও সমমানের পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে আলোকিত ভবিষ্যৎ গড়তে সহায়ক বিভিন্ন দিকনির্দেশনা মূলক...

শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কার্ড বিতরণ উদ্বোধন

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ভিডব্লিউবি (ভার্নারাবুল উইমেন বেনিফিশিয়ারি) কর্মসূচি ২০২৫-২০২৬ জন্য উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ...