মনোয়ার ইমাম, কলকাতা (ভারত) প্রতিনিধি :
গতকাল ঘোলা মিলন মোড় জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াকাফ বিরোধী বিল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে সদস্য সংগ্রহ এবং সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি গঠনের পরিকল্পনা গৃহীত হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে দুই কোটিরও বেশি মানুষের স্বাক্ষর সহকারে একটি পিটিশন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়, যাতে সরকার ওয়াকাফ বিলটি প্রত্যাহার করে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন মগরাহাট এক নম্বর ব্লকের ১১টি অঞ্চলের সমস্ত ইমাম, মোয়াজ্জেম, আলেম ও বিশিষ্ট সমাজসেবীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি হাফেজ জাহাঙ্গীর সাহেব ও সেক্রেটারি মাস্টার মাওলানা মনিরুল ইসলাম সাহেব।
এছাড়াও উপস্থিত ছিলেন মাস্টার সুজাউদ্দিন সাহেব, মুফতি সাবির আলী কাসেমী সাহেব, মোঃ লিয়াকাত হোসেন, মাওলানা সাইফুদ্দিন সাহেব (সভাপতি, ইমাম মোয়াজ্জেম মগরাহাট-১ নম্বর ব্লক) এবং অন্যান্য বহু বিশিষ্ট আলেমগণ।
এই সভার মূল উদ্দেশ্য ছিল ওয়াকাফ সংক্রান্ত সম্প্রতি উত্থাপিত বিরোধী বিলের বিরুদ্ধে একত্রিত হওয়া এবং তা বাতিলের দাবিতে সম্মিলিত পদক্ষেপ নেওয়া।