প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৩, ১২:০৪ পি.এম
মুহাঃ মোশাররফ হোসেনের লেখা “সুরা ফিলের বাংলা কাব্যানুবাদ”

সুরা ফিল (বাংলা কাব্যানুবাদ)
মুহাঃ মোশাররফ হোসেন
আশ্রায় চায় আল্লাহর যেনো শয়তান দূরে রয়,
শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু পরম করুনাময়।
তুমি কি দেখোনি? তোমার প্রভু করেছিলেন হাতিওয়ালাদের কি যে?
তিনি কি তাদের সকল কর্ম ব্যার্থ করিয়া দেননি নিজে?
ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন তিনি তাদের উপর,
সেই পাখিরা ছুড়েছিলো তাদের উপরে পাথরের কংকর।
তাদের হস্তীবাহিনী যতো,
তিনি তাহাদের বানিয়ে দিলেন চিবানো ঘাসের মতো।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।