Friday, November 7, 2025

ঝালকাঠির সুগন্ধা নদীতে তৈলবাহি জাহজে অগ্নিকান্ড

Date:

Share post:

ডেস্ক রিপোর্ট:

ঝালকাঠিতে তেলবাহী সাগর নন্দিনী-২ ট্যাংকারে সোমবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মত বিস্ফোরণের ঘটনা ঘটেছে; এরপর ট্যাংকারটিতে আগুন লেগে গেছে। সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ে রাজাপুর গ্রামের কাছে থাকা জাহাজটিতে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের মালিকানাধীন সাগর নন্দিনী-২ জাহাজ থেকে ডিজেল ও পেট্রোল অন্য একটি ছোট ট্যাংকারে স্থানান্তরের কাজ চলছিল। এর মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখেন সংবাদকর্মীরা। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিস্ফোরণের পর পরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল, ঝালকাঠি, কাউখালী ও নলছিটির চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ৮টা পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। ঝালকাঠির পদ্মা ডিপোতে শনিবার দুপুরে প্রথম জাহাজটিতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ছাড়া বিস্ফোরণের পর নদীতে ভেঙে পড়া জাহাজের পেছনের অংশ থেকে সোমবার তিনজনের এবং আগের দিন রোববার ইঞ্জিন রুম থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ডের ডুবুরি দল। বিকালে জাহাজটির উদ্ধার অভিযান শেষ করা হয়েছিল। কিন্তু জাহাজের তেল খালাসের কাজ চলছিল।

এর মধ্যেই সন্ধ্যায় আবার একই জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। প্রায় নয় লাখ লিটার জ্বালানি তেলবাহী এ জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা তদন্তে ব্যবস্থাপককে (অপারেশন) প্রধান করে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড।

সি.বিশ্বাস/নিউজবিডিজার্নালিষ্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরিকুল ইসলাম ছিলেন আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেতা- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী...

চির”নিদ্রায় শা’য়িত হলেন শ্রীপুরের হারেজ আলী মোল্লা জানা’যায় মানুষের ঢল 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের সন্তান , আইন ও বিচার বিভাগের সচিব মোঃ লিয়াকত আলী...

কঠোর নিরাপত্তার মধ্য চলেছে বিহারের প্রথম দফায় ভোট

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকাল থেকে শুরু হয়েছে ভারতের বিহার রাজ্যের প্রথম দফায় ভোট পর্ব। এদিন...

মণিরামপুরে অবৈ’ধযানে কে’ড়ে নি’লো ২টি তা’জা প্রা”ন এলাকায় শো”কের ছা”য়া

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকার রনজিত দাস যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী...