প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৩, ৬:৪৩ এ.এম
মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “কুরবানীর গোস্ত”

মুহাঃ মোশাররফ হোসেন
প্রিয় নবীজি বলে গেছেন
কুরবানীর গোস্ত করো তিন ভাগে ভাগ!
গরীব মিসকিনকে দান করো প্রথম ভাগ।
দ্বিতীয় ভাগ গোস্ত রাখো
নিজ আত্নীয় স্বজনের!
তার পরের ভাগ গোস্ত রাখো
তোমার নিজের সংসারের।
কুরবানী শুধু মাত্র করো আল্লাহর নামে,
কবুল হবে না কুরবানী
আল্লাহু ছাড়া অন্য কারো নামে।
প্রার্থনা করো প্রভুর কাছে
এই কুরবানীর উসিলায়,
হয়তো তোমার এই কুরবানী
কবুল করিবেন আল্লাহু নিশ্চয়।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।