Tuesday, September 16, 2025

দাম ভালো থাকলেও তাপদাহে চিন্তিত ঠাকুরগাঁওয়ের মিষ্টিকুমড়া চাষিরা

Date:

Share post:

দাম ভালো থাকলেও তাপদাহে চিন্তিত
ঠাকুরগাঁওয়ের মিষ্টিকুমড়া চাষিরা

মোঃ রাজু রংপুর বিভাগীয় প্রতিনিধি

উত্তরের কৃষি প্রধান এবং কৃষিতে স্বনির্ভর জেলা ঠাকুরগাঁও। আশে পাশের অন্য জেলা গুলির তুলনায় এ জেলায় সব ধরনের ফসল ও সবজির চাষ হয় অনেক ভালো। মিষ্টি কুমড়ার চাষের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনা। এ জেলার মিষ্টি কুমড়া সাইজে বড় এবং সুস্বাদু হওয়ায় এষানকার মিষ্টি কুমড়ার চাহিদা রয়েছে সারা দেশব্যাপি।

তবে চলতি মৌসুমে তাপমাত্রার পরিমান বৃদ্ধিতে কিছুটা ব্যহত হচ্ছে মিষ্টি কুমড়ার চাষে। দাম কিছুটা ভাল থাকলেও গাছের পাতা ও গাছ হলদে বর্ণ ধারণ করায় আশাতীত ফলন নিয়ে ভাবছেন চাষীরা। ফলে চলমান তাপদাহে বেশ দুশ্চিন্তায় পড়েছেন জেলার মিষ্টিকুমড়া চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রমতে , এ বছর জেলায় মোট ৩ হাজার ৯৮০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। যার মধ্যে শুধু মিষ্টি কুমড়ার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় প্রায় ২ হাজার হেক্টর জমি। রবি জাতের মিষ্টি কুমড়ার আবাদ শেষে বর্তমানে খরিপ-১ জাতের মিষ্টি কুমড়ার আবাদ চলমান রয়েছে। গত বছরে ১ হাজার ১০৫ হেক্টর জমিতে খরিপ-১ জাতের মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছিল। এ জেলায় প্রধানত ২ ধরনের মিষ্টি কুমড়ার চাষ হয়ে থাকে। এর মধ্যে রবি জাতের কুমড়া ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। বর্তমানে খরিপ-১ জাতের মিষ্টি কুমড়া ক্ষেতে রয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন কহরপাড়া এলাকার সফল চাষী ময়নুল ইসলাম জানান, গত মৌসুমের শুরুর দিকে ভাল ভলন ও দাম পাওয়ায় এ বছর মিষ্টি কুমড়ার চাষ করেছেন তিনি। এ মৌসুমে ৩০ একর জমিতে কুমড়া লাগিয়েছে। আরও প্রায় ১ মাসের মধ্যে মিষ্টি কুমড়া বিক্রি শুরু হবে। বর্তমানে বাজারে মনপ্রতি মিষ্টি কুমড়া ৭শ টাকা থেকে ৯শ টাকায় বিক্রি হচ্ছে। তবে তাপমাত্রা না কমলে বড় ধরনের ক্ষতির সম্মুখিন হতে হবে ।

সদর উপজেলার গড়েয়া এলাকার কৃষক মজিবর বলেন, ৫ বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছি। গাছে ফুল এসেছে। অতিরিক্ত তাপমাত্রার ফলে কিছু কিছু গাছ হলুদ বর্ণের হয়ে গেছে। কৃষি অফিসের সাথে যোগাযোগ করছি, সমস্যা থেকে উত্তোরণের জন্য। আশা করছি ফলন ভাল হলে ন্যর্য্য মূল্য পাব।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম বলেন, এ জেলায় মিষ্টি কুমড়ার ভাল ফলন হয়। প্রতি বছরের ন্যয় এ বছরও মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে। বর্তমানে খরিপ-১ জাতের মিষ্টি কুমড়ার আবাদ চলমান রয়েছে। বাজারে দামও ভাল রয়েছে। কৃৃষকদের মাঝে চলমান তাপদাহ নিয়ে সৃষ্ট নানা সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দেশব্যাপী বিনামূল্যে টাইফয়েড টিকাদান সম্পর্কে আলোচনা

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী: বাংলাদেশে টাইফয়েড জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব রোধে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী বিনামূল্যে টাইফয়েড...

নড়াইলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কতৃক প্র’তিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কতৃক পুরোহিত সমাজের মধ্যে বিবেধ সৃষ্টিকারীর বিরুদ্ধে মানব বন্ধন...

জামায়াত এনসিপি হচ্ছে আওয়ামী লীগের বি ও সি টিম আমজাদ হোসেন মামুন

 নুর-বীন আব্দুর রহমান রাহাত,  ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আমজাদ হোসেন মামুন বলেছেন, জামায়াত ও এনসিপি আসলে...

আজ মগরাহাট পশ্চিমের উস্তি কে সি এম উচ্চ বিদ্যালয়ে মহিলা তৃনমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তি কে সি পি উচ্চ বিদ্যালয়ে একটি...