Sunday, August 31, 2025

শার্শায় মাইক্রোকার চাপায় প্রাণ গেলো শিশুর

Date:

Share post:

শার্শায় মাইক্রোকার চাপায় প্রাণ গেলো শিশুর

সোহেল রানা শার্শা স্টাফ রিপোর্টারঃ

যশোরের শার্শায় মাইক্রোকারের চাপায় মেহেদী হাসান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার বিকালে উপজেলার শার্শা-কাশিপুর সড়কের ডিহি ইউনিয়নের বাউন্ডারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ডিহি ইউনিয়নের গোপিনাথপুর বটতলা গ্রামের মিলন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে মেহেদী হাসান নিজবাড়ি থেকে বাই সাইকেল যোগে পাকশিয়া বাজারের আব্দুল কাদেরের হোটেলে আসছিল। এ সময় পেছন দিক থেকে থেকে একটি মাইক্রোকার (ঢাকা মেট্রো চ-৫১৮৬৩৪) ধাক্কা দিলে বাইসাইকেল সহ শিশুটি কারের নিচে চাপা পড়ে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পাকশিয়া বাজারের একটি গ্রাম্য চিকিৎসকের নিকট নেন। পরে অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৬ টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির মা আগেই মারা গেছেন আর তার বাবা দীর্ঘদিন অসুস্থ হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ি রয়েছেন। এ অবস্থায় শিশুটি প্রায় আট মাস যাবত হোটেল বয় হিসেবে পাকশিয়া বাজারের আব্দুল কাদেরের হোটেল কাজ করে কোন রকমে সংসার চালাচ্ছিল।

হোটেল মালিক আব্দুল কাদের জানান,শিশুটির বাবা ফোনে তাকে বলেন যে তাদের বাড়িতে তার ফুফু সহ আত্মীয় এসেছে। দই পানি নিয়ে তাকে বাড়িতে যেতে। দুপুর তিনটার দিকে সে দই পানি নিয়ে বাড়িতে যায়। পরে বিকাল সাড়ে চার টার দিকে সে বাউন্ডারি মোড়ে মাইক্রোকার চাপায় মারা যায়।

এদিকে এমন মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অকালে শিশুটি নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আত্মচিৎকার এবং আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে।

সন্ধা সাত টার দিকে শিশুটির মামা জব্বার হোসেন হাসপাতাল থেকে সাংবাদিকদের ফোনে জানান যে শিশুটির পোস্ট মর্টেমের কার্যক্রম শেষে লাশ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে শার্শা থানা ওসি তদন্ত শাহাদত হোসেন বলেন ডিহিতে সড়ক দূর্ঘটনায় শিশু মৃত্যর বিষয়ে আমার কিছু জানা নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মনিরামপুরিয়া আওয়ামী লীগ নেতা আশরাফুলকে ছু/রিকা/ঘা/তে হ/ত্যা আ/হ/ত- ১

মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ১১নং চালুয়াহাটী ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ আওয়ামী লীগের...

লালনের তিরোধান দিবস জাতীয় দিবস ঘোষণায় কেন্দ্রীয় সাধুসংঘের অভিনন্দন

টাঙ্গাইল প্রতিনিধি: গত ২৭ আগষ্ট ২০২৫ তারিখে ফকির লালন শাহের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণার পর...

মণিরামপুরে রাস্তা নির্মাণে ব্যা’পক অ”নিয়’ম

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ রাস্তার বামে ডানে শুধু পানি আর পানি। বড় বড় ঘের,পুকুর ও ছোট ছোট ডোবা (খানা)...

মণিরামপুরে ১৭ টি উ”ন্মুক্ত জলসার ৬শত ২৭ কেজি মাছ অ”বমুক্ত

নিজস্ব প্রতিবেদক : যশোর মনিরামপুরে ৩১ শে আগস্ট ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মণিরামপুর উপজেলার সতেরো টি উন্মুক্ত ও...