Tuesday, October 14, 2025

শ্রাবণ আহমেদ এর লেখা কবিতা “একা এক মা”

Date:

Share post:

একা এক মা”

শ্রাবণ আহমেদ 

যার কথা ভাবি

যার ছবি ভাসে

তারে ভোলা যায় না,

যার কথা হৃদয়ে

যার ছবি অন্তরে

সে তো আমার মা।।

সবই পেলাম আমি এক জীবনে

হারালাম কত প্রিয়জন

সময়ের স্রোতে চলেছি ভেসে

দু চোখে অশ্রু গোপন।

দূরে দূরে বহুদূরে একা

একলা জীবন

কাঁদে কাঁদে এ মন কাঁদে

ভাবি একলা যখন।

মেলে না হিসাব মেলে না

…………

মা যে বড় একা মা।

কত আয়োজন ছিলো

ছিলো কত গান

স্বপ্ন ছড়ানো ছিলো

আকাশ সমান

ভেঙেছে সাজানো সে ঘর,

আমার আমি আজ বড়

অসহায়, হয়েছে সবাই পর

নেই নেই কেউ নেই

মুখে আর হাসি নেই

এ ব্যাথা সয়ে পারি না

……..

মা, বড় একা যে মা।

দিন যায় রাত যায়

আমি ব্যাথা বয়ে যাই

হয়না মা’কে পাওয়া

গভীর সে রাত্রি, একা আমি যাত্রী

আনমনে মা’কে চাওয়া।

তবু তার কাছে যাবা হয় না

……. মা,

বড় একা যে মা।

জীবনের খেলাঘর এ যেন বালুচর

ভাবিনি কখনো ভাবিনি

অল্প সময়েই এতটা নিষ্ঠুর

হতে হবে তা তো বুঝিনি।

সব ফেলে মন চাই,

তার পানে ছুটে যাই

তবু যদি পাই গো ক্ষমা

মা, বড় একা আমার মা।

আমার এ অর্থ আমার এ চাকরি

সবই যে অর্থহীন

আমি যে ভালো খাই, আমি যে বেড়াই

ভাসে তার মুখটা মলিন।

আজ তাই হাসি না, কোন সুখ চাই না

হোক আমার জীবন অবসান

মা, বড় একা আজ মা।

সাহসী মানুষ হয়ে হয়তো একদিন

হয়ে যাবো আমি যাযাবর

খুঁজো না খুঁজো না, আমাকে পাবে না

চাই না এমন সংসার।

পারিনি পারিনি জোড়া দিতে

ভেঙে যাবা সুখী পরিবার

এই ছিলো কপালে বুঝিনি তা সকালে

এমনি নামবে আঁধার।

শত চেষ্টা শত প্রার্থনা

ভালো থেকো তুমি মা।

আমাকে ক্ষমা করো মা।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে মি”থ্যা চু”রি মা/ম/লা দিয়ে ফাঁ/সা/নোর প্র/তিবাদে মানব”বন্ধন ও বি”ক্ষোভ মি’ছিল

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে চুরি মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন...

গোদাগাড়ী বাসীর অঙ্গিকার পানির ন্যায্য অধিকার হযরত আলী

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী: পানি নিয়ে বৈষম্য গোদাগাড়ীর মাটিতে মেনে নেওয়া হবে না। গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের...

বগুড়ার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩টি ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন

রিপন বগুড়া প্রতিনিধির ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির ১,২,৩ নং ওয়ার্ড সেন্টার...

মোংলায়  এক যুবককে কাঠের লা”ঠি দিয়ে পি”টিয়ে জ”খ’ম হ*ত্যা

আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি: সোমবার ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মোংলা ইপিজেড গার্মেন্টসে যাচ্ছিলেন মহিদুল শেখ। সকাল সোয়া ৭টার...