Wednesday, August 13, 2025

মির্জা ফখরুলকে বাসা থেকে আটক

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে বাসা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (২৯ অক্টোবর) মহাসচিবের গুলশান-২ এর বাসা থেকে তাকে আটক করা হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ডিবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে মির্জা ফখরুলকে পুলিশ নিয়ে গেছে। এর আগে, সকাল থেকেই বিএনপি মহাসচিবের বাসার আশপাশে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম গণমাধ্যমে
জানান, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায়
আসে, মির্জা ফখরুল ইসলাসহ বাসার সবার সঙ্গে
কথা বলে। এরপর সিসি ক্যামেরার ফুটেজসহ হার্ড
ডিস্ক নিয়ে ভবনের নিচে চলে যায়। ঠিক দশ মিনিট
পর আবার ফিরে এসে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না, ৭৫ বছর বয়স্ক মানুষ। আশা করবো যদি জিজ্ঞাসাবাদ করতে চায়, তা করে যেন তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের
সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। বাঁশের
মাধ্যমে ব্যারিকেড দিয়ে কার্যালয়ের সামনের
অংশকে ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে। কাউকে
ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। সকালে
নয়াপল্টনে সরেজমিনে দেখা গেছে, বিএনপির
কেন্দ্রীয় কার্যালয়য়ের প্রধান ফটকের সামনে ‘ক্রাইম
সিন’ উল্লেখ করে কর্ডন টেপ দিয়ে মুড়িয়ে দিয়েছে
সিআইডি। তার দুই পারে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য
পুলিশ সদস্য।

এর আগে শনিবার বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি রাজনৈতিক দল সমাবেশ করেছে। এসময় পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে নয়াপল্টন ও পুরানা পল্টন মোড় এবং আশপাশের অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন।

সি,বিশ্বাস/নিউজবিডিজার্নালিস্ট২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে যুব দিবস উপলক্ষে সনদপত্র ও চেক বিতরণ

‎মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে যুব র‍্যালি,আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও...

নড়াইলে নারিকেল গাছ থেকে প’ড়ে কিশোরের মৃ’ত্যু

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইল সদরে নারিকেল গাছে উঠে ডগা পরিস্কার করার সময় পড়ে গিয়ে রাকিব শিকদার (১৫)...

কুড়িগ্রাম সীমান্তে ৮২ কেজি গাঁ’জা জ’ব্দ

আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজা জব্দ করেছে। মঙ্গলবার (১২...

নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। ১২ আগস্ট (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসন...