প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৬:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৩, ৩:৪৬ পি.এম
মোঃ বুলবুল হোসেনের লেখা কবিতা “ধৈর্য”
ধৈর্য
মোঃ বুলবুল হোসেন
জোয়ার ভাটা এই জীবনে
দুঃখের পরে সুখ,
স্বপ্ন নিয়ে বেঁচে থাকা
কেটে যাবে দুখ।
আঁধার শেষে আলো পাবে
জেগে দেখো ভোর,
ভাঙ্গা গড়া এই জীবনে
খুলে যাবে দোর।
আজকের দিনটা কালো তোমার
দুঃখ কষ্টের ভার,
আগামীকাল আশার আলো
আসবে সময় তার।
ধৈর্য ধরো বন্ধু তুমি
হইয়ো নাতো শেষ,
প্রভুর হুকুম পালন করো
চলার পথে বেশ।
রবের হুকুম ছাড়া কিছু
হয় না জগৎ মাঝ,
দুঃখ কষ্টে চলে যাবে
তোমার জীবন সাজ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রিন্ট করুন
সেভ করুন