Thursday, October 16, 2025

পদত্যাগ করলেন আওয়ামী লীগের ২০ নেতাকর্মী

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ

কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়া ও কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ এনে শেরপুরের নকলা উপজেলার টালকি ইউনিয়ন আওয়ামী লীগের ২০ নেতাকর্মী পদত্যাগ করেছেন। ৫১ সদস্যের কমিটি ঘোষণার এক মাস পর দুই সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ ২০ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার (৩রা অক্টোবর) উপজেলার টালকি ইউনিয়নের জামতলি বাজারে ওই ঘোষণা দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এর আগে গত ৩রা সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগ কমিটি ঘোষণা করে।

জানা যায়, গত ১৯ই মার্চ ২০২৩ইং ইউনিয়নের নয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে টালকি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুসহ নকলা উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সম্মেলনে গুরুত্বপূর্ণ পদগুলোর নাম ঘোষণা করেন। কিন্তু তাদের অনেককেই বাদ দিয়ে ৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। এই কমিটি ঘোষণার পর থেকেই ওই ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

পদত্যাগ করা নেতারা জানান, নতুন কমিটির সাধারণ সম্পাদক বিএনপির রাজনীতি করত। কাউন্সিলে যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের অনেকের নাম কমিটিতে নেই। এ ছাড়াও কমিটি করার সময় স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মতামত নেওয়া হয়নি। দলে অনেক হাইব্রিড নেতাকে পদ দেওয়া হলেও ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে।

কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সায়েদুল হক তারা বলেন, টালকি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে বিতর্কিত লোকদের বারবার পদ-পদবি দেওয়া হয়েছে। দলের জন্য যারা কাজ করেছে এবং বহু ত্যাগ স্বীকার করেছে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। তাই প্রধানমন্ত্রীর কাছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের দাবি দ্রুত যেন এই সমস্যার সমাধান করা হয় ।

নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, দীর্ঘদিন যারা আওয়ামী লীগ করেছে তাদেরই কমিটিতে রাখা হয়েছে। কারা কী কারণে পদত্যাগ করেছেন তার কোনো তথ্য আমার জানা নেই। তাদের পদত্যাগপত্রও এখনো হাতে পাইনি।

সি,বিশ্বাষ/নিউজবিডিজার্নালিস্ট২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মোংলায় বিএনপির উঠান বৈ’ঠক রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

আশিক (মোংলা) বাগেরহাট প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় বিএনপির...

বগুড়া সদরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ

রিপন বগুড়া প্রতিনিধি ঃ ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজি (বসতবাড়ি ও মাঠে), সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, মসুর,...

মনিরামপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইফতেখার সেলিম অ’গ্নির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইফতেখার সেলিম অগ্নির উদ্যোগে এক মতবিনিময়...

মোংলায় জনসমাবেশে কৃষিবিদ শামীম খাদ্য পানি এবং জমিতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে

আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি: কৃষি, খাদ্য ও মৎস্য উৎপাদনে কোন কর্পোরেট দখল এবং নব্য ঔপনিবেশিক শাসন-শোষন সহ্য করা হবেনা।...