
স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াগ্রামীণ ব্যাংক কুশলি শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সদস্যদের মাঝে চারাগাছ বিতরনের বিশেষ কর্মসূচি করেন।
গ্রামীণ ব্যাংক কুশলি টুঙ্গিপাড়া শাখার উদ্যোগে প্রধান কার্যালয় ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সদস্যদের মাঝে ৫টি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়। উক্ত শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আজাদুর রহমান ও মোঃ জুয়েল তালুকদার এরিয়া ম্যানেজার গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস টুংগীপাড়া মাদারীপুর যোন সদস্যদের মাঝে চারাগাছ বিতরনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় শাখার সেকেন্ড ম্যানেজার সোহরাব হোসেন, মাসুদুর রহমান ,গীতা রানী, ও মোঃ ইব্রাহিম মৃধাসহ শাখার সকল সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।