
হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ব্যক্তি উদ্যোগে এক হাজার তালের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বারবাজারের ফুলবাড়ি গ্রামের সমাজ সেবক মনিরুজ্জামানের নিজস্ব উদ্যোগে এ তালের চারা রোপণ করা হয়েছে। এ উপলক্ষে মহিশাহাটি গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বারবাজার ইউপি চেয়াররম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে তালের চারা রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, সাবেক সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফি উদ্দীন, ফুলবাড়ি গ্রামের সমাজ সেবক মনিরুজ্জামান প্রমুখ।অনুষ্ঠানে বক্তরা বলেন, বজ্রপাত প্রতিরোধে প্রতিবছর আমাদের বেশি বেশি করে তালের চারা রোপন করতে হবে। তারা বিভিন্ন প্রকার ফলজ ও বনজ বৃক্ষের উপকারীতার কথা উল্লেখ করে আরো বলেন, দেশে প্রতিবছর অসংখ্য বৃক্ষ কেটে ফেলা হচ্ছে । এ জন্য জলবায়ুর পরিবর্তন হচ্ছে। অক্সিজেনের ঘাটতি, তাপপ্রদাহ বৃদ্ধিসহ পৃথিবীতে নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছে বৃক্ষ নিধনের জন্য। তাই আমাদের প্রতিবছর তালের চারাসহ অন্যান্য বৃক্ষ বেশি করে রোপন করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপসহকারি কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম।আলোচনা সভা শেষে মহিশাহাটি গ্রামে তালের চারা লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুল আলম রনি ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।