Sunday, February 23, 2025

মারামারি করে মাথা ফাটালো রাজ, হাসপাতালে ভর্তি পরিমনি

Date:

Share post:

বিনোদন ডেস্ক:

আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের ব্যক্তিগত জীবনের সমস্যা যেন কিছুতেই সমাপ্তি ঘটছে না। তারকা এ দম্পতিকে নিয়ে সকালে এক ধরনের খবর চাউর হলেও দিনের ব্যবধানে তা আবার বদলে যাচ্ছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। সূত্রের বরাতে জানা যায়, তার মাথা ফেটে গেছে।

কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল— সেই তথ্য জানা যায়নি। শুক্রবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। নতুন খবর হলো- এবার পরীমনিও হাসপাতলে ভর্তি হয়েছেন। নিজের সামাজিকমাধ্যমে একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে পরীমনি একটি ছবি প্রকাশ করেছেন।

সেখানে দেখা গেছে, ক্যানোলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- ‘আমরা পরীতমা।’ চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম। এথেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে। ছবিটির মন্তব্যের ঘরে তমা মির্জা লিখেছেন, ‘আগে সুস্থ হই দুজন।’ নেটিজেনদের অনেকে সুস্থতা কামনা করেছেন তাদের।

আবার কেউ কেউ প্রশ্ন রেখেছেন- পরীমনির কী হয়েছে? কিন্তু পরীমনি সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি। এর আগে জানা গিয়েছিল, গত বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমনি। গত শুক্রবার সকাল থেকে জ্বরের মাত্রা বেড়েছে। হাসপাতালে যাওয়ার কথা ছিল তার।

ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি। এদিকে পরীমণি ও শরিফুল রাজের সাংসারিক জীবনটাই রহস্য। রয়েছে নানান মতভেদ। শুনা যাচ্ছে, ফের মনোমলিন্য শেষে কাছে এসেছেন পরীমণি ও শরিফুল রাজে। থাকছেন একসঙ্গে।

এ প্রসঙ্গে দেশের একটি সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন। ওর মুখের হাসির জন্য আমাদের সব ভুলে যাওয়া। রাজও জানান, পরীমণির বাসায় ফিরেছেন তিনি। বর্তমানে তারা একসঙ্গেই আছেন।

অভিনেতা বলেন, আমি এখন বসুন্ধরার বাসায়। আমি ও পরীমণি এক সঙ্গেই আছি। গত রাতে বাসায় ফিরেছি। ঠিকঠাক আছি, ভালো আছি। বাবুকে সময় দিচ্ছি। কিন্তু সত্যটা তা নয়। তারা একসঙ্গে থাকছেন না। এরও জানা যায়, পরীমণি জ্বরে ভুগছেন। কিন্তু পাশে রাজ নেই। তারা গণমাধ্যমে যা বলেছেন, সেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

এদিকে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ। সূত্রের বরাতে জানা যায়, তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই তথ্য জানা যায়নি। এর আগে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে পরীমণি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন।

তার আগেই বসুন্ধরার বাসা থেকে পরীমণি সন্তানসহ সেখানে যান। অন্যদিকে রাজও যান সেখানে। দুজনের সেখানেই দেখা হয়। পরে এই জুটি একসঙ্গে ছবি তোলেন। যা ফেসবুকে প্রকাশ করেন তাপস। ফেসবুকে ছড়িয়ে পড়া সেসব স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, নিজেদের মধ্যকার মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমণি ও রাজ।

সি.বিশ্বাস/নিউজবিডিজার্নালিস্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রাজশাহীর গোদাগাড়ীতে দি হাঙ্গার প্রোজেক্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্যুরো চীফ, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দি হাঙ্গার প্রোজেক্টের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা...

উদ্বোধনের আগেই ফা’টল কোটি টাকা ব্যয়ে নির্মিত স্কুল ভবন নিয়ে ক্ষো’ভ

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে নবনির্মিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে উদ্বোধনের আগেই ফাটল ধরেছে। প্রায়...

ধ’র্ষ’ণ ও সাম্প্রদায়িক উস্কানির বি’রু’দ্ধে যশোরে ম’শাল মিছিল

স্বীকৃতি বিশ্বাস, যশোর: সারাদেশে ধর্ষণ, সাম্প্রদায়িক উস্কানি, মব জাস্টিস, ডাকাতি, ভাঙচুর, লুটপাত, চাঁদাবাজি ও উগ্র জাতীয়তাবাদী ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে...

নিজের ট্রাক্টরে নিজেই পি’ষ্ট হয়ে নি’হত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারীতে বেপরোয়া গতিতে ট্রাক্টর ঘোরানোর সময় চালক নিজেই পিষ্ট হয়ে নিহত হয়েছেন। রৌমারী উপজেলার কাউয়ারকুড়া...