লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি'র সম্মেলনে মোঃ রেজাউল করিমকে সভাপতি, মোঃ আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক এবং আক্কাছ আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে রৌমারী মহিলা কলেজ মাঠে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসভায় বক্তব্য রাখেন জোবায়দুর রহমান, অতিরিক্ত সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জাহাঙ্গীর আলম সাবেক প্রধান শিক্ষক, হায়দার আলী সাবেক অধক্ষ রৌমারী সরকারি ডিগ্রি কলেজ, নজরুল ইসলাম সাবেক প্রধান শিক্ষক,আতিকুর রহমান, বেগম মনোয়ারা, ইসমোতারা, ইসরাত জাহান, রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি'র কমিটি গঠনে রৌমারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম সভাপতি,খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক ও বড়াইকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাছ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।