
মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজের ২০২৫ এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
সোমবার সকালে অত্র কলেজের বিজ্ঞান ভবনে অনুষ্ঠিতব্য, কলেজ পরিচালনা কমিটির সুযোগ্য সভাপতি এ্যাড• তরিকুল ইসলামের নির্দেশনায়,অত্র কলেজের প্রিন্সিপাল রমেন্দ্রনাথ বাছারের সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কলেজ উন্নয়ন কমিটির সভাপতি ও চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ।
এ সময় বক্তব্য রাখেন ,সহকারী অধ্যাপক প্রমিত কুমার রায়, অধ্যাপিকা বনানী বিশ্বাস ,সহকারী অধ্যাপক মুকুল কান্তি জোয়ার্দার ,প্রদর্শক শহিদুল ইসলাম ,পরীক্ষার্থী জান্নাতুল রাখি,প্রথম বর্ষের শিক্ষার্থী লামিয়া খাতুন,প্রথম বর্ষের শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার ।
অনুষ্ঠানে প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন , ইসলাম শিক্ষক মাহম্মুদুনবী,গীতা থেকে পাঠ করেন , প্রভাসিকা শাওলি মৈত্র প্রমুখ।এ সময় কলেজের সকল শিক্ষার্থী গণ উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষার্থীদের আগামী পরীক্ষা নকল মুক্ত ও আগামী দিনের পথ চলা সহ শিক্ষানীয় দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ উপস্থিত বক্তারা।