
আহমেদ হানিফ, চঃ বিঃ প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভূজপুর স্টুডেন্টস’ ফোরামের ২০২৪-২০২৫ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে উসমান আল মাহাদী সভাপতি এবং মো. হাবিবুল্লাহ মিসবাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ফোরামের সভাপতি আহমেদ হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম মাহমুদের সঞ্চালনায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম উপদেষ্টা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এসএভিপি মোহাম্মদ ইব্রাহীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হাসান মেহেদী, সাবেক সভাপতি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অফিসার ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাবেক সভাপতি ও অডিট কর্মকর্তা রব্বানী বোরহান।
এছাড়া ফোরামের অন্যান্য সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, সাবেক সভাপতি জাহেদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াছ সানি মুন্না প্রমুখ।
অনুষ্ঠানে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে উসমান আল মাহাদীকে সভাপতি এবং মো. হাবিবুল্লাহ মিসবাহকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।