CHRW এর চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ সাথে পার্বত্যাঞ্চল কমিটির সৌজন্য সাক্ষাত
লেখক:
হলাপ্রুসাই মারমা প্রকাশ: 3 weeks ago
খাগড়াছড়ি প্রতিনিধি:
বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ-এর সাথে পার্বত্য অঞ্চলের কেন্দ্রীয় সমন্বয়ক অংচিংনু মারমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার মালিবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত সময়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, বরকত উপজেলা সভাপতি মংলা মারমা সফর সঙ্গী হিসেবে ছিলেন।
সৌজন্য সাক্ষাত সময়ে মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর চেয়ারম্যান মহোদয়ের সহধর্মিনী এডভোকেট ফারহদিবা ও কনসালটেন্স এন্ড লভিস্ট জনাব মোঃ হাসিবুর রহমানসহ শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের চেয়ারম্যান আলহাজ মোঃ আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান বলেছেন, গরীব ও দুঃস্থদের আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, বিপদে মানুষকে সহযোগিতাসহ সমাজে নানান ধরণের কল্যাণমূলক কাজে জড়িত হয়ে অনেকগুলো অতি অল্প সময়ের মধ্যেই প্রশংসনীয় কর্মকান্ড বাস্তবায়ন করেছেন পার্বত্য অঞ্চলের কমিটি। তাই চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কেন্দ্রীয় সমন্বয়ক অংচিংনু মারমাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সংগঠনকে আরো সুন্দর, সুস্থ, সঠিকভাবে পরিচালনা গতিশীল করার জন্য নানা ধরণের পরামর্শ দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান।