মণিরামপুর পৌর এলাকায় রাতে অসহনীয় লোডশেডিংয়ে ঘুমের ভোগান্তি

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

যশোর জেলা প্রতিনিধি:

মণিরামপুর পৌর এলাকায় অসহনীয় লোডশেডিংয়ে ঘুমে চরম ভোগান্তি।এক ঘন্টা লোডশেডিং এর পর দশ থেকে ১৫ মিনিট বিদ্যুৎ এসে আবার এক ঘন্টা লোডশেডিং এই ভাবে চরম ভোগান্তিতে রাত পার করছে মণিরামপুর পৌরসভার বাসিন্দারা। বিদ্যুৎ এর লোডশেডিংয়ের কারণে ছোট ছোট বাচ্চারা গরমে অতিষ্ঠ হয়ে কান্নাকাটি করে এছাড়াও সারারাত বিদ্যুৎ না থাকায় শেষ রাতে যখন বিদ্যুৎ আসে তখন চোখে ঘুম এসে যায়,এর ফলে মুসলমান নামাজি ব্যক্তিরা ফজরের নামাজ আদায় করতে পারছে না। এবিষয়ে আমাদের আমাদের প্রতিনিধি রাত সাড়ে বারোটায় এই নাম্বারে 01769-400506 ফোন করে জানতে চান রাতে এক ঘন্টা লোডশেডিং এর পর দশ মিনিট বিদ্যুৎ এসে আবার চলে যাচ্ছে কেন, সংশ্লিষ্ট কর্মকর্তা জানান বিষয়টি আমি দেখছি। কিন্তু সারারাত লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হয়েছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর কোন পদক্ষেপ দেখা যায় নি।
এবিষয়ে মণিরামপুর পৌর এলাকার বিদ্যুৎ গ্রাহকরা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

error: Content is protected !!