প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৩, ৩:৪৪ পূর্বাহ্ণ
কুয়াদা সংগীত মুকুল একাডেমীর উদ্যোগে শিশু শিল্পীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ
যশোর সদরে কুয়াদা বাজার বাজুয়াডাঙ্গা সার্বজনীয় পূজামন্দির চত্বরে সংগীত মুকুল একাডেমী উদ্যোগে সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে শিশু শিল্পী ও বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৮ই জুলাই মঙ্গলবার কুয়াদা বাজুয়াডাঙ্গা সার্বজনীয় পূজামন্দির চত্বরে এ সংগীত মুকুল একাডেমী উদ্যোগে অনুষ্ঠানে বিজয়ী শিশু শিল্পীদের মাঝে এ সনদপত্র ও পুরস্কার বিতরণ হয়। সংগীত মুকুল একাডেমির সভাপতি মিজানুর রহমান'র সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক দেবদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে পরিচালনায় সংগীত মুকুল একাডেমির সাধারণ সম্পাদক তবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্রামনি সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জানাযায়, কুয়াদা সংগীত মুকুল একাডেমির শিশু শিল্পীরা এই সাংস্কৃতির অনুষ্ঠানে গানের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। তবে সাংস্কৃতিক এ অনুষ্ঠানে অতিথি শিল্পীরা ও গান পরিবেশন করেন। পরিশেষে সংগীত মুকুল একাডেমির বিজয়ী শিশু শিল্পী শ্রদ্ধা ঘোষ এর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানে নেতৃবৃন্দরা। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনায় করেন,অধ্যক্ষ পল্লব মিত্র। সৌজন্যে মাসফি এন্টারপ্রাইজ কুয়াদা বাজার যশোর।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com