অমিতাভ মল্লিক,প্রধান ক্রাইম রিপোর্ট:
যশোর জেলার অভয়নগরে ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না কোন সেবা। একাধিক গ্রাহকের কাছ থেকে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। স্থানীয় সূত্রমতে জানা যায় এক গ্রাহকের নামজারির ম্যাসেজ পাঠাতে ৫ শত টাকা নিয়েছে ভুমি অফিসের কম্পিউটার অপারেটর আরিফুল ইসলাম। তিনি গত ৭ জুন প্রেমবাগ ইউনিয়নের উলুর বটতলা এলাকার আবদুল্লাহ মোল্যার ছেলে মিলন এর কাছ থেকে এই টাকা ঘুষ হিসাবে হাতিয়ে নেয় বলে জানা যায়।
এ বিষয়ে মিলন জানান, অভয়নগর উপজেলার ভূমি অফিসে আমার বাবা আবদুল্লাহ মোল্যার নামে জমির নামজারি করতে দেওয়া হয়। যাহার কেস নং- ৮৯৮৮/৯০২৮। নামজারির আবেদন নম্বর ৪২৩০৫৪১। সেই ম্যাসেজ পাঠতে আরিফুল আমার কাছে টাকা দাবি করে। আমি ২শত টাকা দিতে চাইলে তিনি ৫শ টাকার কম নেবেন না বলে জানান। তিনি আরোও বলেন টাকা না দিলে যে দিন পারবেন সেদিন ম্যাসেজ পাঠাবেন না তিনি। আমি কোন উপায় না পেয়ে তার চাহিদা মোতাবেক ৫শ টাকা দিলে সে তাৎক্ষণিকভাবে আমার মোবাইলে সেই ম্যাসেজ টি পাঠান।
এবিষয়ে ভূমি অফিসের কম্পিউটার অপারেটর আরিফুল ইসলাম বলেন আমি মিলন নামের কাউকে চিনি না,জানি ও না। পরে মিলনকে হাজির করলে সহজেই চিনতে পারেন। কিন্তু ঘুসের টাকা নেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেন আরিফুল ইসলাম ।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান জানান,এবিষয়ে আমার কিছু জানা নেই। তবে বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব ।