লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে  বিএসএফের গুলিতে  এক বাংলাদেশি যুবক নিহত

লেখক:
প্রকাশ: 1 year ago

মোঃ আজমল হোসেন,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কালীরহাট এৱকাকায় বিএসএফের গুলিতে ইউসুফ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত। সোমবার (০৫ই জুন) ভোরে পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্ত মেইন পিলার ৮৫৭ কাছে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী (২৫) উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, রোববার ভোর রাতে ইউসুফ আলীসহ ১০ থেকে ১২ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে উপজেলার কালিরহাট সীমান্তের মেইন পিলার নাম্বার ৮৫৭ সাব পিলার-১৩ পেরিয়ে গরু পারাপার করতে যায়। এসময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ান মীররাপা ক্যাম্পের টহল দল তাকে লক্ষ করে গুলি ছুড়লে সেখানেই ইউসুফ আলীর মৃত্যু হয়। এসময় তার সঙ্গে থাকা ১০-১২জন পালিয়ে যায়। পরে বিএসএফের পাহারায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদহ উদ্ধার করে করেন। পাটগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রাব্বানী প্রধান বলেন, বাংলাদেশি যুবকের লাশ ভারতীয় অংশে পড়ে থাকায় তা বিএসএফ নিয়ে গেছেন। পাটগ্রাম থানা পুলিশরে ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহত ওই বাংলাদেশীর লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। এ বিষয়ে ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম বলেন,আমি বর্তমানে ছুটিতে রয়েছি। সীমান্তের বিষয়ে জানা নেই।
error: Content is protected !!