লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
পুলিশই জনতা, জনতাই পুলিশ, বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে সাইবার অপরাধ দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, বাল্যবিবাহ, নারী নিযার্তন ও জুয়া প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষাসহ বিবিধ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭শে মে শনিবার সকাল ১১ টায় রৌমারী থানা পুলিশের আয়োজনে যাদুরচর ইউনিয়ন পরিষদ বিট পুলিশিং অফিসের সামনে ইউপি সদস্যগণসহ নানা পেশার মানুষের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উলিপুর ও রৌমারী অতিরিক্ত দায়িত্ব (সার্কেল) সহকারি পুলিশ সুপার মহিবুল ইসলামের উপস্থিতিতে রৌমারী থানা অফিসার ইনচার্জ রূপ কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, অফিসার ইনচার্জ উলিপুর নাজমুল ইসলাম, তদন্ত ওসি রৌমারী মুশাহেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন।
এ সময় বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্যদেন, সাখাওয়াত হোসেন সবুজ, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ যাদুরচর ইউনিয়ন শাখা, সুজাউল ইসলাম সুজা সভাপতি রৌমারী প্রেসক্লাব, মোস্তাফিজুর রহমান মুকুল প্রধান শিক্ষক যাদুরচর উচ্চ বিদ্যালয়, সুরুজ্জামান সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, শফিক উদ্দিন, আবিদ হাসান মামুন মোল্লা সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ ইউনিয়ন শাখা, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক আব্দুল মালেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখাসহ আরো অনেকেই।
সভায় (সার্কেল) সহকারি পুলিশ সুপার মহিবুল ইসলাম উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, কেউ কখনোও কোনো অপরাধের সহযোগী হবেন না। এলাকায় কেউ সাইবার অপরাধ, মাদক ব্যবসা, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতনের সাথে জরিতদেরকে ধরিয়ে দেয়ার পুলিশকে সহযোগীতা করুন। আর নিজেও অপরাধ করা থেকে বিরত থাকবেন। কেউ পুলিশের সাথে দালালী করবেন না।