স্টাফ রিপোর্টার :
নড়াইল জেলার নড়াগাতী থানার
ডুটকুরা গ্রামের সনাতন বিশ্বাস এর স্ত্রী নড়াগাতী থানায় হাজির হইয়া নড়াইল জেলার নড়াগাতী থানার ডুটকুরা গ্রামের বিবাদী- বিটু বিশ্বাস, টমাস বিশ্বাস, টিটো বিশ্বাস, প্রবীর বিশ্বাস , রতনা বিশ্বাস স্বামী- টিটো বিশ্বাস, শংকরা বিশ্বাস গনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি বলেন আমার স্বামী একজন কীর্তন শিল্পী আমার স্বামী বিভিন্ন এলাকায় ধর্মীয় গান করে আমার স্বামী বাড়িতে না থাকায় অধিকাংশ সময় আমাকে একা থাকতে হয়। এই সুজগে বিবাদী তার ব্যক্তিগত মোবাইল ০১৩০৪৮৯১৪৮৬ নম্বর থেকে আমার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে বিভিন্ন সময়ে কু প্রস্তাব দেয় । আমি তার এরুপ প্রস্তাবে রাজি না হওয়ায় বিবাদী আমার উপর ক্ষিপ্ত হইয়া ইং ০৮/০৫/২০২৩ তারিখে বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় আমার পানের বরজে কাজ করে বাড়িতে আসার পথে আমার ঘরের পেছনে দাড়িয়ে থেকে আমার হাত ধরে টানা টানি করে। তখন আমি চিৎকার করিলে ৩নং বিবাদী আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। উক্ত বিষয়ে ৩নং বিবাদী আমার উপর ক্ষিপ্ত হইয়া ১২/০৫/ ২০২৩ তারিখে সকাল আনুমানিক ১১.৪৫ ঘটিকার সময় বিবাদীগন হাতে লাঠি সোটা নিয়ে আমার বসত বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া আমার উপর অতর্কিত হামলা করে। তখন সংকর বিশ্বাস অন্যান্য বিবাদীদেরকে হুকুম দেয় যে, ধর শুয়ারের বাচ্চাকে খুন করিয়া ফেল। তখন তার হুকুমে রতনা বিশ্বাস আমার চুলের মুঠি ধরে আমাকে মাটিতে ফেলে দেয়। আমি মাটিতে পড়ে গেলে বিটু বিশ্বাস ও টমাস বিশ্বাস তাদের হাতে থাকা কচা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার শরিরের বিভিন্ন জায়গায় মারাত্মক ফোলা জখম করে। তখন বিটু বিশ্বাস আমার পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে আমার শালিনতা হানির চেষ্টা করে। তখন বিবাদীগন আমার বসত ঘরে প্রবেশ করিয়া আমার ঘরে থাকা নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে যায়। তখন আমার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসিলে বিবাদীগন আমাকে বিভিন্ন প্রকার প্রাননাশের হুমকি ধামকি প্রদান করে চলে যায়। উক্ত ঘটনার বিষয়ে স্বাক্ষী সনাতন বিশ্বাস পিতা-অনাধী বিশ্বাস, গ্রাম ডুটকুরা থানা- নড়াগাতী, জেলা- নড়াইল সহ আরো অনেকে উক্ত ঘটনার বিষয়ে জানে এমত অবস্থায় আমার নিরাপত্তা প্রয়োজন বিধায় উপরোক্ত বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নড়াগাতী থানার দারস্ত হয়েছি এবিষয়ে নড়াগাতী অফিসার ইনচার্জ সুকান্ত সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।