মিঠু মুরাদ, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধের ৬নং হেডকোয়াটারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ, বুড়িমারী স্থলবন্দর শাখা।
শুক্রবার (১২মে) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন ৮নং বুড়িমারী ইউনিয়নে অবস্থিত মুক্তিযুদ্ধের ৬নং হেডকোয়াটারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন কমিটির নেতারা। এ সময় বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ, বুড়িমারী স্থলবন্দর শাখার সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ, বুড়িমারী স্থলবন্দর শাখার ৩০ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানান সংগঠনটির সাধারণ শ্রমিকেরা ।
সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্যে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমিকদের অগ্রসেনানী হিসেবে কাজ করতে হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বুড়িমারী স্থলবন্দরে সরকারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সারা দেশে সম্মেলনের মাধ্যমে এই সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
উল্লেখ্য, যে এই সংগঠনের প্রথমবারের মতো বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের কমিটি অনুমোদন দেওয়া হলো।