মাসুম বিল্লাহ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা ছাত্রলীগ থেকে তার বহিষ্কারের দাবি জানান। বৃহস্পতিবার (১১ মে) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে একটি প্রতিবাদ মিছিল নিয়ে ক্যাম্পাসের স্টেশন তলা পর্যন্ত গিয়ে পুনরায় জিরো পয়েন্ট মোড়ে ফিরে আসেন ছাত্রলীগ কর্মীরা।
এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা রুবেলের বহিষ্কারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন; মেয়াদোত্তীর্ণ কমিটি মানি না, মানবো না; রুবেলের গদিতে, আগুন জ্বালো একসাথে’ এমন স্লোগানে তারা কুশপুত্তলিকা দাহ করে।