কেশবপুরে আবারও শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা
লেখক:
Rakib hossain প্রকাশ: 2 years ago
সোহেল রানা, কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর বিনাকুড়ের মাঠে প্রতিবারের ন্যায় আবার ও হতে যাচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা।আগামী ১২ মে ২০২৩ শুক্রবার বেলা ৩টা অনুষ্ঠিত হবে ঐতিবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা।
হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে পুনরুদ্ধার করতে চেষ্টা করে যাচ্ছে মজিদপুর ইউনিয়নের সাধারণ মানুষ। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাকে ঘিরে গ্রামে তৈরি হয় উৎসবের আমেজ।এই খেলা দেখার জন্য অনেক দূর দুরন্ত থেকে ভিড় করে হাজারো দর্শকরা মজিদপুর বিনা কুড়ের মাঠে। উক্ত প্রতিযোগিতা সার্বিক পরিচালনা ও সভাপতিত্ব করবেন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম ।এছাড়া উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপজেলা যুবলীগের আহবায়ক বিএম শহিদুজ্জামান শহীদ,
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মনোজ কুমার তরফদার, ছাত্রলীগ নেতা শাহরীয়ার হাবিব প্রমুখ।
উক্ত ঘোড়া দৌড়ে প্রতিযোগিতা দেখার জন্য সবাই আমন্ত্রিত।