প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৩, ৮:০৮ পূর্বাহ্ণ
নড়াইলে মডেল পৌরসভায় রুপ নেবে বল্লেন বিশ্বব্যাংকের মিস্টার জন এ রোমি
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইল পৌরসভার ৪শ' ২৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে ঘুরে গেলেন বিশ্ব ব্যাংক ও এলজিইডি আরইউটিডিপি (মিউনিসিপ্যাল ইনফ্রাস্ট্রাকচার এন্ড আরবান প্লানিং গ্রুপ)-এর একটি প্রতিনিধি দল। গতকাল বিকেল ৪টার দিকে প্রতিনিধি দল নড়াইল পৌরসভায় আসেন। পৌর হল রুমে পৌর মেয়র আঞ্জুমান আরা, প্যানেল মেয়র কাজী জহিরুল হক ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবির হাসান বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সামনে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যৌক্তিকতার বিসয়ে তুলে ধরেন।
যার মধ্যে ৪শ ২৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের মধ্যে রয়েছে, সড়ক, ড্রেন, ফুটপাথ, স্ট্রিট লাইট, মার্কেট নির্মাণ, পৌর পার্ক, বর্জ্য ব্যবস্থাপনা, বাস টার্মিনালের উন্নয়ন ইত্যাদি। এ সময় বিশ্বব্যাংকের টেকসই উন্নয়ন প্রকল্পের আঞ্চলিক পরিচালক মিস্টার জন এ রোমি বলেন, পৌরসভার প্রতিটি কাজ দক্ষতার সাথে করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাহলে নড়াইল রুপান্তরিত হবে মডেল পৌরসভায়। আমরা এই প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের উপর বেশি জোর দেওয়ার চেস্টা করবো আমরা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বব্যাংকের টেকসই উন্নয়ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার মিস গায়েত্রী আচারিয়া, শহর উন্নয়ন বিশেষজ্ঞ মিস ইশিতা জলের গান-এর ম আলম অবনি, আরইউটিডিপি-এর প্রোজেক্ট ডিরেক্টর মঞ্জুর আলী, পৌরসভার একাউন্টেন্ট জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বন্দ প্রমুখ।
এরআগে পৌর মেয়র আঞ্জুমান আরা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে নড়াইল পৌরসভার সন্দীপন এবং দীর্ঘদিনের সমস্যাগুলির নিরসন হবে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এছাড়া অন্যান্য প্রকল্পগুলি বিরোধী এব বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com