যশোরে পুলিশ সুপারের কার্যালয়’র জেলা প্রেসক্লাবের পরিচালনা কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার যশোর প্রেসক্লাব পরিচালনা কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৯ মে)  বিকাল তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন,যশোর থেকে পুলিশের সোর্স উৎখাত করা হয়েছে। কেন-না, উৎখাতকৃত সোর্সরা বিভিন্ন অপরাধে সম্পৃক্ত ছিল। একই সাথে সোর্সদের সাথে জড়িত পুলিশের মাদক ব্যবসা বা অপরাধের কোন ঘটনা আর এখানে নেই। চাঁদাবাজি, খুন, মারামারি, অপহরণ, সন্ত্রাসী কার্যক্রম অনেকাংশে লাঘব হয়েছে। এর আগে এক সময় প্রতি মাসে যশোরে শতাধিক চাকু ছুরি মারামারির ঘটনা ঘটতো। তিনি আরও বলেন,  আমি আসার সময় বিভিন্ন অপরাধসহ সোর্সদের দৌরাত্ম্য  ৮০ শতাংশের মত ছিল। এখন তা কমে ৩০/৩৫ শতাংশে নেমে এসেছে এবং  ত প্রতি মাসেই তা আরো কমছে। এখন পূর্বের থেকে অনেকাংশেই  মহল্লায় মহল্লায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ড  কমেছে। পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, এখানে পুলিশ সিন্ডিকেট বলে কিছু নেই। সর্বত্র নাগরিক সুবিধা প্রতিষ্ঠায় পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতেও এই নাগরিক কর্ম পুলিশ অব্যাহত রাখবে। কেননা সরকার আধুনিক স্মার্ট পুলিশ গঠনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ কর্তৃক গৃহীত সকল কার্যক্রম গুলো উপস্থিত সকল সাংবাদিকদের সামনে তুলে ধরেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাহিদ হাসান টুকুন, সভাপতি, প্রেসক্লাব যশোর, মোঃ তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব যশোর, মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
error: Content is protected !!