বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

মোঃ নূর ইসলাম মোল্লা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

আজ  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ০৩ (তিন) দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুবউল আলম হানিফ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-৩ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, জেলা পরিষদ, কুষ্টিয়া, কাজী নূরুল ইসলাম, উপসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কুষ্টিয়া জেলা শাখা, সভাপতি, কুষ্টিয়া প্রেস ক্লাব-কেপিসি, কুষ্টিয়া। স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. সরওয়ার মুর্শেদ, অধ্যাপক, বাংলা বিভাগ, ইবি, কুষ্টিয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. আফজাল হোসেন, পরিচালক, শিলাইদহ রবীন্দ্র সংসদ, কুমারখালী, কুষ্টিয়া।

আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমি, শিশু একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

error: Content is protected !!