মণিরামপুর প্রতিনিধি:
সংসারের একমাত্র উপার্জন করা সেই ব্যক্তিটি জটিল রোগ ব্রেণ টিউমার এ আক্রান্ত।মাত্র প্রায় ২ শতাংশ জমির উপর টিনের জরাজীর্ণ ছাপড়া ঘরে পরিবারের ৪ জন সদস্যকে নিয়ে আনোয়ার হোসেন এর বসবাস।
আনোয়ার হোসেন এর পিতা ১৭ বছর গেছে পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি দেই।আনোয়ার হোসেন এর পিতার মৃত্যুর পর এক মাত্র ছেলেকে নিয়ে তার মায়ের পৃথিবীর সকল স্বপ্ন। সে স্বপ্নে ও এখন ঘুন ধরেছে।হঠাৎ ছেলের মাথায় ধরা পড়েছে ব্রেণ টিউমার। ধার দীনা করে বিভিন্ন টেষ্ট এবং চিকিসকের ফি জোগাড় করলেও। চিকিৎসক বলেছে অপারেশন করতে হবে
অপারেশনের খরচ লাগবে ৪ লক্ষ টাকা।যা বহন করা তার পরিবারের দ্বারা অসম্ভব।
আনোয়ার হোসেন এর অসহায় মাতা অশ্রু সিক্ত চোখে বলেন, আমার ছেলে আমার পৃথিবী আমার জীবনের বিনিময়ে হলেও হে আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও।সমজের বিত্তশালী ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন,
আপনারা আমার ছেলের জন্য একটু সাহায্য করেন।
আমি আপনাদের কাছে আমার ছেলের জীবন বাঁচানোর জন্য ভিক্ষা চাচ্ছি।আমি আমার ছেলেকে চায় আর কিছু চাই না। আপনারা আমার ছেলেকে বাঁচান।
এক মায়ের সন্তান বাঁচানোর আর্তনাদ কতোটা হৃদয়বিদারক হতে পারে তা বুঝানো কখনোই সম্ভব নয়।
মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের রাজগঞ্জের মৃত লাওশান হোসেনের ছেলে আনোয়ার হোসেন
একটি গার্মেন্টস দোকানের কর্মচারী ছিলেন তিনি,
সামান্য বেতনেই সংসারের চলতো কোনো রকম।
হঠাৎ অসুস্থ হয়ে গেলে তার ব্রেন টিউমার ধরা পড়ে। যেখানে সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খেতে হয়।সেখানে চিকিৎসার খরচ যোগাড় করা তার পক্ষে সম্ভব না। অসহায় অসুস্থ আনোয়ার হোসেন এবং তার পরিবার সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন।আনোয়ার হোসেন এর সাথে যোগাযোগ নাম্বার:01304176746