যশোরের নিউজবিডিজার্নালিস্ট২৪ এর পরিবারের পক্ষ থেকে অসুস্থ শিশু মরিয়মকে নগদ অর্থ প্রদান 

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

এম, ওয়াজেদ আলী, স্টাফ রিপোটার:

যশোরে জনপ্রিয় অনলাইন মিডিয়া নিউজ বিডি, জানালিস্ট ২৪ এর পরিবারে পক্ষ থেকে চালুয়াহাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঘিবা গ্রামের আরিফুল ইসলামের শিশু কন্যা মরিয়ম খাতুন (০২) মাস তাকে পোশাক ও নগদ অর্থ প্রদান করা হয়। শনিবার ০৬ই মে শনিবার সন্ধ্যা সময় ৬.০০ নিউজ বিডি জার্নালিস্ট ২৪ এর পরিবারের পক্ষ থেকে শিশু কন্যাকে সম্পাদক ও প্রকাশক এস,এম রাকিব পোষাক ও নগদ অর্থ প্রদান করেছেন তার পরিবারের মাঝে ।

জানাযায় মনিরামপুর উপজেলার চালুয়াহাটির ঘিবা গ্রামের আরিফুল ইসলাম ও তার স্ত্রী শারমিন সুলতানা তাদের ২ সন্তান নাফিস( ৫) আলী হোসেন(৩) পরবর্তীতে তাদের কোল আলোকিত করে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে দুঃখের বিষয় হল শিশু কন্যাটির জন্ম থেকেই পায়খানা রাস্তাটি তৈরি হয়নি। এই সংবাদ চারিদিকে দিকে ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী আংশিক কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। এ ঘটনার বিষয় সংবাদ পেয়ে যশোরের জনপ্রিয় অনলাইন মিডিয়া নিউজ বিডি জার্নালিস্ট ২৪ এর পরিবারের পক্ষ থেকে শিশু কন্যাকে পোশাক ও আর্থিক সহায়তা প্রদান করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, নিউজ বিডি জার্নালিস্ট ২৪ এর প্রকাশক ও সম্পাদক এস এম রাকিব রাফসান, নির্বাহী সম্পাদক মোশারফ হোসেন, জাতীয় দৈনিক ভোরের চেতনার পত্রিকার যশোর জেলা জার্নালিস্ট এবং নিউজ বিডি জার্নালিস্ট ২৪ এর স্টাফ রিপোর্টার মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার শাকিব হোসেন ইমন , ডেক্স রিপোর্টার রুবেল হোসেন, এবং মাসুম বিল্লাহ প্রমুখ। এ ঘটনার বিষয় অসুস্থ শিশু কন্যাটির পিতা মাতার কাছে জানতে চাইলে তারা বলেন, আমার শিশু কন্যাটির পায়খানা রাস্তা বন্ধ অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আমরা বাচ্চাটি চিকিৎসার জন্য ডাঃ কাছে নিয়ে যায় তারা বলেন এমন অবস্থা বাচ্চাটিকে চিকিৎসা করতে অনেক অর্থের প্রয়োজন । এত অর্থ কি আপনারা খরচ করতে পারবেন ৩-৪টা অপারেশন করতে হতে পারে। তখন তার পিতা মাতা বলেন আমি কৃষক আমাদের অর্থবিত্ত নয় কিভাবে শিশু কন্যাটি চিকিৎসা করব। তারা নিউজ বিডি জার্নালিস্ট ২৪ কে অশ্রু স্নিগ্ধ চোখে বলেন, কিভাবে আমার বাচ্চাটি চিকিৎসা করব। আমাদের তেমন অর্থবিত্ত নাই যে এই শিশু কন্যাটি উন্নত চিকিৎসা করে আমাদের মাঝে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনবো। দেশে এবং দেশের বাইরে সকল বিত্তবান সকলের ও সর্ব শ্রেণী পেশা মানুষের কাছে এ অবুঝ শিশুটি চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করেন। অসুস্থ শিশু কন্যাটির যোগাযোগের মাধ্যাম: ০১৯৭৩০২৯৬৯৪(বিকাশ) শিশুটির পিতা

error: Content is protected !!