গাজীপুর সাংবাদিক ইউনিয়ন শ্রীপুর ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 2 years ago

আলিফা গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর শ্রীপুর ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল রোববার শ্রীপুর উপজেলা প্রশাসনের ক্ষনিকা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক এম.এ সালাম শান্ত, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, কাপাসিয়া ইউনিট সদস্য জাকির হোসেন কামাল, ইনকিলাবের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মতিন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, আমাদের সময়ের জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শিহাব খান, যমুনা টিভির জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবু, নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, এশিয়ান টিভির শ্রীপুর প্রতিনিধি কবির সরকার, সরেজমিন বার্তা শ্রীপুর প্রতিনিধি জুনায়েদ আকন্দ, সাংবাদিক আব্দুল আজিজ, মোকছেদ মোল্লা সাদ্দাম, আরিফ প্রধান, মুন্নি খান, সেলিম শেখ, এস এম জহিরুল ইসলাম, আসাদুজ্জামান বিপু, মোজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।

ইফতারেরর পুর্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পরে নাগরিক টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আল-আমীনকে শ্রীপুর ইউনিটের চীফ ও দৈনিক সময়ের আলোর শ্রীপুর প্রতিনিধি মেহেদী হাসান লিটনকে ডেপুটি চীফ করে শ্রীপুর ইউনিট গঠন করা হয়।
এর আগে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তরিকুল ইসলাম গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

error: Content is protected !!