মোঃ বুলবু্ল হোসেন:
টাঙ্গাইলের মধুপুর শালবনের রসুলপুর এলাকায় পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে "মধুপুর শালবন ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার" বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক লায়ন এম এ রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল এডভোকেট বার সমিতির সহ-সভাপতি ও এপিপি মোঃ মোবারক হোসেন, বাপা টাঙ্গাইল শাখার সহ-সভাপতি নাজমুজ সালেহীন, সবুজ পৃথিবী ঈশ্বরদী শাখার সভাপতি সেলিম সরদার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক তরু শাহরিয়ার স্বর্গ এবং সবুজ পৃথিবীর উপদেষ্টা কবি স্বাধীন চৌধুরী।
এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সবুজ পৃথিবী সখিপুর শাখার সভাপতি আতিকুর রহমান তাহের, সাধারণ সম্পাদক শাহ আলম সানি, ঘাটাইল শাখার সভাপতি এস এম শাহীন হোসেন, ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, ঈশ্বরদী শাখার আর কে বাবু, তানহা ইসলাম শিমুল, সবুজ পৃথিবী কম্বোডিয়া প্রতিনিধি হাসান আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল শাখার সভাপতি মাসুদুর রহমান মিলন এবং সবুজ পৃথিবীর পরিচালক সারমিন আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।
সভায় বক্তারা বলেন, সামাজিক বনায়নের নামে মধুপুরের প্রাকৃতিক শালবন প্রায় ধ্বংস হয়ে গেছে। একসময় এই বনে হাজারো প্রজাতির উদ্ভিদ, বিভিন্ন ধরনের পশুপাখি ও কীটপতঙ্গ ছিল। কিন্তু বর্তমানে এটি শুধুমাত্র আকাশমনি গাছের একক বাগানে পরিণত হয়েছে। ফলে খাদ্য ও বাসস্থান সংকটের কারণে এখানকার জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে।
বক্তারা মধুপুর শালবন ও এর জীববৈচিত্র্য পুনরুদ্ধারে জরুরি পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন এবং এ বিষয়ে সরকারের কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান।