মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী দারিয়াপুর দরবার শরীফে ৯২তম বাৎসরিক ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৮ জানুয়ারি (৪ মাঘ) রাতব্যাপী মাহফিলটি অনুষ্ঠিত হয় দরবার শরীফের গদ্দীনশীন পীর কেবলা শাহ আরিফ বিল্লাহ মিঠুর সার্বিক পরিচালনায়। এটি পীরজাদা মরহুম তোয়াজ উদ্দিন সাহেবের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী একটি আয়োজন।
মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অত্র দরবার শরীফের পীরজাদা ও বিশিষ্ট ইসলামী ছড়াকার আবু সালেহ, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং জমিয়তে ফুরফুরা শরীফ বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শাহ আবু তালহা মো. মুস্তাইন বিল্লাহ।
এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, ছোটদের সময় পত্রিকার সম্পাদক মামুন সারোয়ার ও ব্যারিস্টার সাদিয়া আরমান।
দেশবরেণ্য আলেমদের মূল্যবান বয়ান ও ফুরফুরা শরীফের আলেমদের আলোচনা মাহফিলকে প্রাণবন্ত করে তোলে। ফজরের আযানের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে এই মাহফিল শেষ হয়।
প্রতি বছরের মতো এবারও মাহফিলে কয়েক লক্ষাধিক মানুষের ঢল নামে। মাহফিল কেন্দ্রিক এলাকায় হরেক রকমের দোকানপাটে ছিল ব্যাপক বেচাকেনা।