সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে এক এনজিও কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-
১. সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকির ওরফে সোনাউল্লাহর ছেলে এরশাদ আলী ওরফে গোলজার হোসেন রানা,
২. পাবনা সদরের অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর সেখের ছেলে নজরুল ইসলাম,
৩. সুজানগর উপজেলার ঘোষপাড়ার মৃত নাছির উদ্দিন নেছারের ছেলে আবুল হাসেম,
৪. রাজবাড়ীর পাংশা উপজেলার জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী প্রামাণিক।
মামলার বিবরণ অনুযায়ী, এপিপি মো. হাদীউজ্জামান সেখ (হাদী) জানান, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুর উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম বিভিন্ন সদস্যের কাছ থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা আদায় করেন।
দুপুরে ওই টাকা নিয়ে ফেরার পথে বাড়াবিল ব্রিজের কাছে আসামিরা তিনটি মোটরসাইকেলে এসে আশরাফুল ইসলামকে ঘিরে ধরেন। অস্ত্রের ভয় দেখিয়ে তারা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। আশরাফুল ইসলামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।